• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জন্মদিনে স্ত্রীর কাছ থেকে যে উপহার পেলেন কোহলি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৮:১১ পিএম
জন্মদিনে স্ত্রীর কাছ থেকে যে উপহার পেলেন কোহলি
বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ছবি: সংগৃহীত

‘ডান হাতে পুত্র অকায়। বাঁ হাতে কন্যা ভামিকা। পুত্র ও কন্যাকে কোলে নিয়ে রাস্তায় হাঁটছেন বিরাট কোহলি। মুখে চওড়া হাসি।’ মঙ্গলবার বিরাটের ৩৬তম জন্মদিনে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী, বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। দিয়েছেন ভালবাসার ইমোজি। 

তবে শুধু সেখানেই শেষ নয়। এই ছবির নেপথ্যে বাজছে একটি গান। আর সেই গানেই কঠিন সময়ে বিরাটের পাশে থাকার বার্তা দিয়েছেন আনুশকা, তাকে দিয়েছেন প্রেরণা।

গত বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে শেষ বার শতরান করেছিলেন বিরাট। তার পর থেকে ব্যাটে রান নেই তার। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তিনি ব্যর্থ। এমন সব শট খেলে আউট হচ্ছেন যে তার টেকনিক ও মানসিকতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা পাশে থাকলেও সমালোচনা কমছে না। এই পরিস্থিতিতে সামনে কঠিন সফর। অস্ট্রেলিয়ায় ব্যর্থ হলে হয়তো লাল বলের ক্রিকেট ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে বিরাটের।

ক্যারিয়ারে কঠিন সময়ে বিরাটকে অনুপ্ররণা দিতে সেই অস্ট্রেলিয়ারই একটি ব্যান্ডের গান ব্যবহার করেছেন আনুশকা। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি লোকসঙ্গীতের ব্যান্ড ‘হলো কোভ্স‌’। সেই ব্যান্ডেরই গান ‘ব্লেসিংস’। ব্যান্ডের দুই সদস্য রায়ান হেন্ডারসন ও ম্যাট ক্যারিনস এই গান লিখেছেন ও গেয়েছেন। গানের মূল বিষয় ভালবাসা ও আশীর্বাদ। আনুশকা বোঝাতে চেয়েছেন, ভালবাসার মানুষের পাশে রয়েছেন তিনি। এই কঠিন সময়ও কেটে যাবে।

গানের কয়েকটি লাইন থেকেই বিষয়টি পরিষ্কার। সেখানে বলা হচ্ছে, ‘চোখ খুলে দেখো। তোমার চারদিকে মানুষের আশীর্বাদ রয়েছে। যে সূর্যের আলো তোমার উপর পড়ছে তাকে অনুভব করো। নিজের মনকে মুক্ত করো। বাইরে বার হও। এই আলোতে নিজের মনকে আলোকিত করো। ওরা বলে, ভালবাসার মানুষের হাত ধরে থাকো। তাকে নিজের কাছে রাখো। ওরা বলে, এই সময়টাকে ধরে রাখো। আলোয় উদ্ভাসিত হোক চারদিক।’ বোঝাই যাচ্ছে, আনুশকা বিরাটের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করার চেষ্টা করেছেন। তাকে সামনের দিকে তাকাতে বলেছেন। এই সময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন।

মজার বিষয় হলো, অস্ট্রেলিয়া সফরের আগে তিনি ব্যবহার করেছেন অজি ব্যান্ডের গানই।

Link copied!