স্পিনারের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বিশেষ উপহার দিলেন কোহলি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৬:৫৬ পিএম
স্পিনারের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বিশেষ উপহার দিলেন কোহলি
বিরাট কোহলি ও শিবম শর্মা। ছবি : সংগৃহীত

রঞ্জিতে দিল্লির হয়ে বিরাট কোহলির সঙ্গে খেলছেন শিবম শর্মা। রেলওয়েজের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দিল্লির জয়ে বড় অবদান রেখেছেন এই শিবম। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন কোহলিও। তাই ম্যাচের পর শিবমকে উপহারও দেন কোহলি।

শিবম শর্মা রেলওয়েজের বিপক্ষে ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। তার স্পিন সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে প্রতিপক্ষ দলের ব্যাটারদের। শিবমের স্পিন জালে ফেসে ইনিংস এবং ১৯ রানে হেরেছে রেলওয়েজ।

যদিও শিবম ম্যাচের সেরা ক্রিকেটার হননি। অলরাউন্ডার সুমিত মাথুর ব্যাট থেকে এসেছে ৮৬ রান। এই ইনিংস খেলার পর বল হাতে ৩ উইকেট নেন তিনি। ফলে তিনিই ম্যাচে সেরা হয়েছেন। তবে শিবমের বোলিং নজর কেড়েছে কোহলির।

কোহলির কাছ থেকে উপহার পাওয়ার কথা জানিয়েছেন দিল্লির এই স্পিনার নিজেই। তিনি বলেন, “৫ উইকেট পেলে সব সময়ই ভালো লাগে। বিরাট কোহলির মতো কিংবদন্তি ক্রিকেটার ম্যাচের বলে সাইন করে আমাকে দিয়েছেন। তাই এই পাঁচ উইকেট আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। সৃষ্টিকর্তা সব সময় দয়াময়।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!