পার্থে রোববার চলতি সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন অস্ট্রেলিয়ার লাবুশেনের বলে বাউন্ডারী হাঁকিয়ে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। অসাধারণ এক মুহূর্ত। ১৬ মাস পর সেঞ্চুরির দেখা পেলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ভারতের কোহলি। এটা ছিল তার ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি।
২০২৩ সালের ২০ জুলাই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২৯তম সেঞ্চুরি করেছিলেন কোহলি তার পর এই দীর্ঘ সময়ে তার ব্যাট হাসেনি। সর্বশেষ ১০ টেস্টে তার রান কখনো সেঞ্চুরির কাছাকাছি যায়নি। ফলে চারিদিকে, কঠিন সমালোচনার মুখে পড়েন নানা বিশ্বরেকর্ডধারী কোহলি। তাকে দলে রাখা নিয়ে নির্বাচকদেরও কম কথা শুনতে হয়নি ভারতের বিভিন্ন মিডিয়ায়। সেই কোহলি চার মেরে শতরান পূর্ণ করে বুঝিয়ে দিলেন ৩৬ বছর বয়সেও তিনি ২০-২২ বছরের যুবকের মতো ব্যাট চালানোর ক্ষমতা রাখেন।
১১৯তম টেস্টে এসে এই সেঞ্চুরি পেলেন কোহলি। যার সেরা সংগৃহ অপরাজিত ২৫৪ রান।
ডান হাতি ব্যাটার কোহলি ১৪৩ বলে ৮টি চার এবং ২টি ছক্কায় পূরণ করেন এবারের সেঞ্চুরি।
১৯৮৮ সালে ভারতের দিল্লিতে জন্মগ্রহণকারী কোহলি ৯ হাজার রান আগেই করেছেন। এখন দলে থাকলে তিনি খুব অচীরেই ১০ হাজার করবেন বলে ধারণা করা হচ্ছে। ৩০টি সেঞ্চুরির পাশাপাশি তার হাফ সেঞ্চুরি রয়েছে ৩১টি।
ওয়ানডেতে ১৩৯০৬ এবং টি-টোয়েন্টিতে ৪১৮৮ রান রয়েছে তার দখলে। তিন ফরম্যাটের এমন ব্যাটার বিশ্ব ক্রিকেটে খুব একটা দেখা যায় না।