ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে বেশ ভালোভাবেই অবস্থান নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড দল। রোববার হ্যামিল্টনে তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনটি এককভাবে দখলে রাখে নিউজিল্যান্ড।
এরআগে, ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে ৮ উইকেটে ও ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে ৩২৩ রানে জিতে সিরিজ নিশ্চিত করে সফরকারী ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩১৫ রান নিয়ে দিনের খেলা শুরু করা কিউইরা দশম উইকেটে করেছে ৪৪ রানের জুটি, থেমেছে ৩৪৭ রানে। এরপর ইংল্যান্ড ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায়।
২০৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। এরপর ৩ উইকেটে ১৩৬ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। এতে কিউইদের লিড হয়েছে ৩৪০ রানের। উইকেটে আছেন কেন উইলিয়ামসন (৫০) ও রাচিন রাবিন্দ্রা (২)।
দশম উইকেটে নিউজিল্যান্ডের ৪৪ রানের জুটির কৃতিত্ব মিচেল স্যান্টনারের। আগের ৫০ রানে অপরাজিত থাকা এই ব্যাটার আউট হওয়ার আগে আজ যোগ করেন আরও ২৬ রান। ১১ নম্বরে নামা ও’রর্কে অপরাজিত ছিলেন ৫ রানে।
ব্যাটে নেমে নিয়মিত উইকেট হারায় ইংল্যান্ড। ৮৭ রানে ছিল না ৫ উইকেট। ষষ্ঠ উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৫২ রানের জুটি করেন বেন স্টোকস ও অলি পোপ। ব্যক্তিগত ফিফটি হাঁকাতে পারেননি কেউ। সর্বোচ্চ ৪২ বলে ৩২ রান করেন জো রুট।
৪৩ বলে ২৭ রান করেন স্টোকস। অলি পোপ ৪২ বলে ২৪, ওপেনার জ্যাক ক্রাউলি ১৪ বলে ২১, জ্যাকব বেথেল ৩৩ বলে ১২, ওপেনার বেন ডাকেট ১৩ বলে ১১ রান করেন। বাকি ৫ জন এক অংকে আটকে যান।
বল হাতে ইংল্যান্ডের হয়ে ৯০ রানে ৪ উইকেট শিকার করেন ম্যাথিউ পটস। ৬৬ রানে ৩ উইকেট নেন গাস অ্যাটকিনসন। নিউজিল্যান্ডের হয়ে ৪৮ রানে ৪ উইকেট তুলে নেন ম্যাট হেনরি। ৩টি উইকেট শিকার করেন উইলিয়াম ও’রর্কে ও মিচেল স্যান্টনার।