• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

কিংস্টন টেস্টেও বেহাল অবস্থা বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৭:১১ এএম
কিংস্টন টেস্টেও বেহাল অবস্থা বাংলাদেশের
ব্রাথওয়েট আউট, বোলার নাহিদ রানাকে নিয়ে টাইগারদের উল্লাস। ছবি: সংগৃহীত

এন্টিগায় প্রথম টেস্টে বাংলাদেশ    ২০১ রানে পরাজিত হয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। জ্যামাইকার কিংস্টনে দ্বিতীয় ও শেষ টেস্টেও বেহাল অবস্থা বাংলাদেশের। 

প্রথম দিন বৃষ্টির কারণে পুরো খেলা হয়নি। রোববার দ্বিতীয় দিন পুরোটা সময় খেলা হয়েছে। তাতে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে অলআউট হয়ে যায়। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে ৭০ রান করেছে। 

বাংলাদেশ দলের সাদমান ইসলাম ৬৪ রান করেন। বাকি দশজন মিলে করেন ১০০ রান। সেখানে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৩৭, শাহাদত ২২ এবং তাইজুল ইসলাম ১৬ রান করেন। 

ওয়েস্ট ইন্ডিজের জায়ডেন সেলস ৪টি, শামার জোসেফ ৩টি এবং কেমার রোচ ২টি উইকেট লাভ করেন। 

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রাথওয়েট ৩৩ ও কেচি কার্থি ১৯ রানে অপরাজিত আছেন। মিকাইল লুইস ১২ রানে আউট হন। 

তার উইকেটটি পান নাহিদ রানা। 

এরআগে, প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান করে সমাপ্তি ঘোষণা করে। আর দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে অলআউট হয়। বাংলাদেশ প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৬৯ টান করে সমাপ্তি ঘোষণা করে। আর দ্বিতীয় ইনিংসে ২৩২ রানে সব উইকেট হারায়। 

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো দক্ষ খেলোয়াড় ছাড়া খেলতে নামার খেসারত দিচ্ছে বাংলাদেশ।

খেলা বিভাগের আরো খবর

Link copied!