• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিয়ম রক্ষার ম্যাচে খুলনার স্বল্প সংগ্রহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৩:১৬ পিএম
নিয়ম রক্ষার ম্যাচে খুলনার স্বল্প সংগ্রহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিরপুরের মাঠে ৩৯তম ম্যাচে মাঠে নেমেছে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। ম্যাচে টস জিতে খুলনা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

ইনিংসের শুরুতে মাত্র ৮ রানেই প্রথম উইকেট হারায় খুলনা। মুনিম শাহরিয়ার প্যাভিলিয়নে ফেরত যান। দলীয় ২১ রানে ফেরত যান সাই হোপ। একই রানে ফেরেন অ্যান্ডি বালবার্নি।

ইয়াসির আলি-সাব্বির রহমান জুটিও বেশিদূর আগাতে পারেননি। দলের ৩৫ রানে ইয়াসির ১২ রানে ফেরেন। দলীয় ৫১ রানে সাব্বির দুই অংকের ঘরে পৌছানোর আগেই আউট হন।

তবে একপ্রান্ত আগলে ছিলেন মাহমুদুল হাসান জয়। তার ব্যাট থেকে আসে ৪১ রান। তবে তিনি সতীর্থদের থেকে সহযোগিতা পাননি। খুলনার আসা-যাওয়ায়র মিছিলে বাকি ব্যাটারদের মধ্যে কেবল নাহিদুল ইসলাম দুই অঙ্কের (২২) ঘরে পৌছাতে পেরেছেন।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে খুলনার ইনিংস থামে ১১৩ রানে।

সিলেট পয়েন্ট তালিকায় শীর্ষ দল। অন্যদিকে, খুলনার অবস্থান একেবারে তলানিতে। নিয়ম রক্ষার ম্যাচেও খুব একটা সুবিধা আদায় করতে পারেনি দলটি।

Link copied!