বিশ্বের অন্যতম সেরা ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। যদিও এবার বিপিএলে ভালো মানের বিদেশি খেলোয়াড়ের সংখ্যা খুব কম। তারপরও প্রথম ম্যাচ থেকেই জমে উঠেছে একাদশ বিপিএল।
মঙ্গলবার আসরের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মাহিদুল ইসলাম অঙ্কনের অবিশ্বাস্য ও বিস্ফোরক ইনিংসে ভর করে চিটাগং কিংসকে ৩৭ রানে পরাজিত করেছে খুলনা টাইগার্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দুপুরের ম্যাচে প্রথমে ব্যাট করে খুলনা ৪ উইকেটে ২০৩ রান করে।
দলের উইলিয়াম বিসিসটো ৭৫, অঙ্কন ৫৯ রান করেন। অঙ্কন ৬টি ছক্কা ও ১টি চারে মাত্র ২২ বলে ঐ রান করে ম্যাচসেরা হন।
চিটাগং দলের আল ইসলাম ও খালেদ আহমেদ ২টি করে উইকেট লাভ করেন।
২০৪ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে চিটাগং ১৬৬ রানে অলআউট হয়ে যায়।
দলের হয়ে শামিম হোসেন মাত্র ৩৮ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৭৮ রান করলেও আর কেউ ভালো করতে পারেননি। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় চিটাগংকে।