শনিবারের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের ওয়াইল্ডকার্ডধারী সোফিয়া কেনিনের কাছে সরাসরি সেটে হেরে প্যান প্যাসিফিক ওপেন থেকে বিদায় নিয়েছেন ব্রিটিশ নাম্বার ওয়ান নারী টেনিস তারকা কেটি বোল্টার।
২৮ বছর বয়সী বোল্টার চলতি বছরে তার তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য ছিলেন বেশ ভালোভাবেই। কিন্তু টোকিওর এই আসরের দ্বিতীয় সেমিফাইনালে এক ঘন্টা ৩০ মিনিটের লড়াইয়ে ৪-৬ ও ৪-৬ সেটে তিনি পরাজিত হন বিশ্বের সাবেক চার নম্বর তারকা কেনিনের কাছে।
২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন কেনিন প্রথম সেটের শুরুতে পিছিয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত সেটটি জিতে নিতে সক্ষম হন।
কেনিনকে দ্বিতীয় সেটেও যথেষ্ঠ বেগ পেতে হয় বোল্টারতে পরাজিত করতে।
কেনিন ফাইনালে খেলবেন শীর্ষ বাছাই চীনের ঝেং কিনওয়েনের বিপক্ষে। প্রথম সেমিফাইনালে ঝেং সরাসরি ৭-৬ ও ৬-৩ সেটে পরাজিত করেন ষষ্ঠ বাছাই, অলিম্পিক চ্যাম্পিয়ন রাশিয়ার ডায়ানা শনাইডারকে।
২০২২ সালের আসরে চ্যাম্পিয়ন হন ঝেং। সেবার ফাইনালে তিনি লিউডমিলা স্যামসোনোভাকে পরাজিত করেছিলেন। টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছেন চীনা তারকা ঝেং।