• ঢাকা
  • সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩০, ২৭ রজব ১৪৪৬

সানডে টাইমসের বর্ষসেরা কিলি হজকিনসন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০২:৩২ পিএম
সানডে টাইমসের বর্ষসেরা কিলি হজকিনসন
কিলি হজকিনসন। ছবি : সংগৃহীত

প্যারিস অলিম্পিক আসরে ৮০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জয়ী ব্রিটেনের কিলি হজকিনসন ‘সানডে টাইমস’ ম্যাগাজিনের বর্ষসেরা নারী ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। জিতেছেন ‘স্পোর্টসওম্যান অব দ্য ইয়ার’ পদক।  

২২ বছর বয়সী হজকিনসন গত গ্রীষ্মে প্যারিস অলিম্পিকে শিরোপা জয়ের মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন এবং তার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটান। তিনি ২০২৪ সালে ডিসেম্বরে বিবিসি ‘স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার’ পদকও জিতেছিলেন।

হজকিনসন তার ইউরোপীয় ৮০০ মিটার খেতাবও ধরে রেখেছেন। লন্ডন ডায়মন্ড লিগে তার ব্রিটিশ রেকর্ড এক মিনিট ৫৪.৬১ সেকেন্ডে উন্নতি করে সর্বকালের ষষ্ঠ দ্রুততম মহিলা ক্রীড়াবিদ  হয়েছেন।

২০২৪ সালের পুরষ্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় অলিম্পিক পদক বিজয়ীদের প্রাধান্য ছিল। হজকিনসন সঙ্গে লড়াইয়ে ছিলেন ১৫০০ মিটার দৌড়বিদ জর্জিয়া বেল, শোজাম্পার লরা কোলেট, সাইক্লিস্ট এমা ফিনুকেন, হেপ্টাথলিট ক্যাটারিনা জনসন-থম্পসন, ট্র্যাম্পোলিন জিমন্যাস্ট, প্যারাসাইকেল প্যারাসাইকেল পেজ এবং শ্যুটিং গ্রেট রুবারলি। হজকিনসন সবাইকে হারিয়ে ‘সানডে টাইমস’ পদক জিতে নেন।

সাঁতারু আন্দ্রেয়া স্পেনডোলিনি-সিরিয়েক্স প্যারিসে ব্রোঞ্জ জিতেছিলেন। তিনি ‘ইয়াং স্পোর্টসওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন।

প্যারালিম্পিক গেমসে দুটি স্বর্ণপদক জয়ী সারাহ স্টোরে বর্ষসেরা প্রতিবন্ধী ক্রীড়াবিদ নির্বাচিত হন।

রোয়ার্স লরেন হেনরি, লোলা অ্যান্ডারসন, জর্জিনা ব্রেশও ও হান্না স্কট প্যারিস অলিম্পিকে মহিলাদের দলগত স্কালসে স্বর্ণপদক জেতেন। তারা বছরের সেরা দলের পুরস্কার জিতেছেন।

 

Link copied!