• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আবারও ইনজুরিতে করিম বেনজেমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৫:০১ পিএম
আবারও ইনজুরিতে করিম বেনজেমা

ভ্যালেন্সিয়াকে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচ শেষে হয়তো পুরো সন্তষ্টি নিয়ে ফিরতে পারেনি রিয়াল শিবির। কেননা একই দিনে ইনজুরিতে মাঠের বাইরে চলে গিয়েছেন রিয়াল অধিনায়ক করিম বেনজেমা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে রিয়াল। তবে জয়ের দিনে বেনজেমার চোট কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে রিয়াল বস কার্লো আনচেলোত্তির কপালে।

এর আগে এই ম্যাচেও দুর্দান্ত ছন্দে ছিলেন বেনজেমা। ম্যাচের দুই গোলের সরাসরি অবদান ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত পায়ের পেশিতে টান লাগায় ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়তে হয় তাকে।

একই ম্যাচের শুরুতেই এলিডার মিলিতাওকেও চোট পেয়ে মাঠ থেকে বের হয়ে যেতে হয়েছে। এক ম্যাচে জোড়া ইনজুরিতে বেশ বড়সড় ধাক্কা লেগেছে রিয়াল শিবিরে।

বেনজেমার চোট কতটা গুরুতর  বা কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। চলতি মাসের ২২ তারিখ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

ওই ম্যাচের আগে বেনজেমা চোট কাটিয়ে মাঠে ফিরতে পারবেন কিনা সে বিষয়েও অনিশ্চয়তা রয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্য ৯ গোল করেছেন বেনজেমা। তবে ঘন ঘন ইনজুরি তাকে নিয়ে ভাবাচ্ছে রিয়াল বসকে।

Link copied!