কাতার বিশ্বকাপে কোয়ার্টারে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে গোল করেছিলেন লিওনেল মেসি। এবারও ক্যাঙারুদের বিরুদ্ধে গোল করেন আর্জেন্টাইন মহাতারকা।
বৃহস্পতিবার (১৫ জুন) বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে মেসির দল।
ম্যাচের প্রথম থেকেই আক্রমণ শুরু করে আর্জেন্টিনা। মাত্র এক মিনিট ২০ সেকেন্ডের মাথায় গোল করেন মেসি। এনজো ফার্নান্দেজের থেকে বল পেয়ে অস্ট্রেলিয়ার জালে বল জড়ান আর্জেন্টাইন সুপারস্টার। এটি মেসির ক্যারিয়ারের দ্রুততম গোল। তবে ৩৮ মিনিটে সহজ আরও একটি সুযোগ মিস করে আর্জন্টিনা। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেসিরা।
বিরতির পর আর্জেন্টিনার আক্রমণ বাড়তে থাকে। ম্যাচের ৬৮ মিনিটে এবার ক্যাঙারুদের জালে বল জড়ান জার্মান পেজালা। দলের গোল সংখ্যা দ্বিগুণ করেন রিয়াল বেতিসের এই খেলোয়াড়। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ২-০ গোলে খেলা শেষ হয়। এতে এশিয়া সফরের প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করল লাতিন আমেরিকার দেশটি।