• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
আইপিএল মেগা নিলাম

দলই পেলেন না নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৪:৫৭ পিএম
দলই পেলেন না নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন
কেন উইলিয়ামসন। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন এবার ভারতের আইপিএলের মেগা নিলামে কোনো দল পাননি। অসাধারণ ব্যাটার হলেও তাকে শেষ পর্যন্ত কোনো দলই কেনার আগ্রহ দেখায়নি।

উইলিয়ামসনের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। আগের আসরে তিনি গুজরাট টাইটাসনের হয়ে খেললেও তাকে রিটেইন করেনি ফ্র্যাঞ্চাইজিটি। যে কারণে উইলিয়ামসনের নাম জমা হয় নিলাম তালিকায়।

এছাড়া, নিলামে তোলা হয় নিউজিল্যান্ডের আরেক ক্রিকেটার গ্লেন ফিলিপসকে। তিনিও অবিক্রীত রয়ে গেছেন। তার ভিত্তিমূল্যও ছিল ২ কোটি রুপি।

এদিকে, নতুন ঠিকানা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফাফ ডু প্লেসি। তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। ৪০ বছর বয়সী প্রোটিয়া ব্যাটারকে ২ কোটি রুপি ভিত্তিমূল্যেই দলে নিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ডু-প্লেসিকে ২ কোটির ভিত্তিমূল্যে তোলা হলেও প্রথমে কেউ আগ্রহ দেখায়নি। পরে ভেবেচিন্তে দিল্লি এগিয়ে আসে। আর কেউ বিড না করায় দিল্লিই পেয়ে যান তাকে। সর্বশেষ মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলেন ডু- প্লেসি। দিল্লি তাকে পেয়ে গেলেও রাউট টু ম্যাচ কার্ডও বের করেনি আরসিবি।

Link copied!