এমন ক্রিকেটার খুব কম পাওয়া যায়, যিনি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই ভালো পারফর্ম করতে পারেন। শ্রীলঙ্কার হয়ে বছরজুড়ে পারফর্ম করেছেন কামিন্দু মেন্ডিস। মজার বিষয় হলো, তিনি ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ৫০ এর বেশি গড়ে করেছেন ১৪৫১ রান।
এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতলেন কামিন্দু।
এই লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন গাস অ্যাটকিনসন, শামার জোসেফ ও সাইম আইয়ুবকে। এ তিনজনও বছরজুড়ে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন।
২৬ বছর বয়সী কামিন্দু অবশ্য বাকি তিনজনের চেয়ে বেশি ধারাবাহিক ছিলেন। শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটসম্যান সাদা পোশাকের ক্রিকেটেই করেছেন হাজার রানের বেশি (১০৪৯)।
তিনি ছাড়া গত বছর টেস্টে এক হাজার রান পেরোতে পেরেছেন মাত্র ৫ জন। তবে গড়ের দিক থেকে কামিন্দু ছাড়িয়ে গেছেন সবাইকে। প্রায় ৭৫ গড়ে ব্যাটিং করেছেন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান। সেঞ্চুরি করেছেন ৫টি। গত বছর টেস্টে তার চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন শুধু ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান জো রুট—৬টি। রুটের সঙ্গে বর্ষসেরা টেস্ট দলেও জায়গা পেয়েছেন কামিন্দু।
গত বছর নিউজিল্যান্ড, বাংলাদেশ ও ইংল্যান্ডকে টেস্ট সিরিজ হারানোর পথে বড় ভূমিকা রেখেছিলের কামিন্দু। ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ছিলেন সর্বোচ্চ রানসংগ্রাহক।
ওভালে সিরিজের শেষ টেস্টে শ্রীলঙ্কার জয়ের ম্যাচেও এক ইনিংস ব্যাটিং করে করেছিলেন ৬৪ রান। এরপর গলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন ক্যারিয়ার–সেরা ১৮২ রানের ইনিংস। মূলত টেস্টের পারফরম্যান্সেই সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কামিন্দু।