ক্রিকেট ইতিহাসে প্রতিভার অপচয় হিসেবে ভারতীয় ব্যাটার বিনোদ কাম্বলির নাম থাকবে বেশ উপরের দিকেই। ছোটবেলায় শচীণ টেন্ডুলকারের চেয়ে প্রতিভাবান হিসেবে নামডাক থাকা কাম্বোলি নিজের বেপরোয়া জীবনযাপনের জন্য ক্যারিয়ারটা অকালেই হাওয়ায় মিলিয়ে গেছে।
এবার আরও একবার নতুন বিতর্কে জড়ালেন কাম্বলি। মদ্যপ অবস্থায় নিজের স্ত্রীক ও ছেলেকে মারধর ও গালিগালাজের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। বান্দ্রা থানায় ভারতীয় দণ্ডবিধির ৩২৪ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত করা) এবং ৫০৪ (অপমান করা) ধারায় কাম্বলির বিরুদ্ধে মামলা করেছেন কাম্বলির স্ত্রী আন্দ্রিয়া।
অভিযোগ পত্রে কাম্বলির স্ত্রী জানিয়েছেন, মাতাল অবস্থায় রান্না করার পাত্রের হাতল দিয়ে তার মাথায় আঘাত করেছেন কাম্বলি। তার দাবি, এটা নতুন নয়, প্রায়দিনই কাম্বলি এরকম ঘটনা ঘটিয়ে থাকেন।
এবারের ঘটনা ঘটেছে শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে। বান্দ্রা পুলিশ হানিয়েছে এই ঘটনায় কাম্বলির ছেলে একমাত্র সাক্ষী। ১২ বছরে ছেলে জানিয়েছে রান্নাঘরে গিয়ে ফ্রাইং প্যান এনে স্ত্রীর মাথা লক্ষ্য করে ছুড়ে মেরেছেন কাম্বালি
ঘটনার পর থেকে ফোন বন্ধ করে রেখেছেন কাম্বলি। ফলে তার সঙ্গে চেষ্টা করে যোগাযোগ করা যাচ্ছে না। তবে পুলিশ তাকে খোঁজার চেষ্টা অব্যাহত রেখেছে। তার বিরুদ্ধে পারিবারিক হিংসা এবং বধূ নির্যাতনের মামলা আনা হতে পারে।