টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছিল ইংল্যান্ড। এই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে ৭৩ রানের ইনিংসে সাবেক অধিনায়ক ইয়ান মরগানকে ছাড়িয়েছেন বাটলার। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে বাটলার এখন ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে ১১৫ টি-টোয়েন্টিতে ১৩৬.১৭ স্ট্রাইক রেটে ২৪৫৮ রান করেন ইয়ান মরগান। এতোদিন তিনিই ছিলেন ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে ৭৩ রানের ইনিংসে সাবেক অধিনায়ককে ছাড়িয়ে যান বর্তমান কাপ্তান জস বাটলার। বর্তমানে তার সংগ্রহ ২৪৬৮। টি-টোয়েন্টিতে তিনিই এখন ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। ইংল্যান্ডের জার্সিতে এখন পর্যন্ত এই দুই ক্রিকেটারই দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পেরেছেন।
বাটলার-মরগানদের পরে এই তালিকায় আছেন অ্যালেক্স হেলস (১৯৪০), ডেভিড মালান (১৭৪৮) ও জেসন রয় (১৫২২)। এর মধ্যে অ্যালেক্স হেলস তৃতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে আছেন। শীর্ষ পাঁচের বাকি দুইজন খুব দ্রুতই দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারছেন না।
ইংল্যান্ডের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার দিনে প্রথম উইকেট রক্ষক ব্যাটার হিসেবে শত ছক্কার রেকর্ড গড়েছেন। দুইটি রেকর্ড গড়ার দিনে বাটলার খেলতে নেমেছিলেন তার ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি ম্যাচ।