• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অলিম্পিকের আগে বিশ্বরেকর্ড জেসিকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০৩:৪৬ পিএম
অলিম্পিকের আগে বিশ্বরেকর্ড জেসিকার
জেসিকা হুল। ছবি : সংগৃহীত

নারী অ্যাথলেটিক্সে বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার জেসিকা হুল। প্যারিস অলিম্পিকের আগে নারীদের ২০০০ মিটার দৌড়ে এই রেকর্ড গড়লেন জেসিকা। মোনাকো ডায়মন্ড মিটে তিনি দৌড় শেষ করলেন ৫ মিনিট ১৯.৭০ সেকেন্ডে।

২০২১ সালের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ান এই অ্যাথলেট। ওই বছরে বুরুন্ডির ফ্রান্সিন নিয়নসাবা ৫ মিনিট ২১.৫৬ সেকেন্ডে দৌড় শেষ করে মহিলাদের ২০০০ মিটারে বিশ্বরেকর্ড করেছিলেন। তার রেকর্ড ভেঙে গেল শনিবার (১৩ জুলাই) রাতে। রেকর্ড গড়ার পথে ২ মিনিট ৩৯.৮৮ সেকেন্ডে প্রথম ১০০০ মিটার দৌড় শেষ করেন জেসিকা। তবু তাকে যুক্তরাষ্ট্রের হেথার ম্যাকলিনের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। শেষ পর্যন্ত বিশ্বরেকর্ড করেই সোনা জেতেন জেসিকা।

২০০০ মিটার দৌড় অলিম্পিকের স্বীকৃত ইভেন্ট নয়। শুধু আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সংস্থার অনুমোদন রয়েছে এই ইভেন্টের। প্যারিস অলিম্পিকে জেসিকা নামবেন ১৫০০ মিটার ইভেন্টে। এই বিশ্বরেকর্ড তাকে আত্মবিশ্বাসী করতে পারে। গত টোকিও অলিম্পিকে ১৫০০ মিটার দৌড়ে ১১ নম্বরে শেষ করেছিলেন তিনি।

Link copied!