দরজার কড়া নাড়ছে বিখ্যাত ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ, যেটার নাম বর্ডার-গাভাস্কার সিরিজ। মূলত ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যালান বর্ডারের নামানুসারে এই নামকরণ করা হয়েছে। প্রতিবারই এই সিরিজকে ঘিরে উত্তেজনায় বুদ হয়ে থাকে পুরো ক্রিকেট বিশ্ব।
সিরিজের আগে ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে থাকেন সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষকরা। শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনের ভবিষ্যদ্বাণী অনুযায়ী আসন্ন সিরিজে ভারতের বিপক্ষে জয় হবে অস্ট্রেলিয়ার।
জয়াবর্ধনে বলেন, “এটার ভবিষ্যদ্বাণী করা কঠিন। তবে একজন শ্রীলঙ্কান হিসেবে আশা করবো অস্ট্রেলিয়া ভালোভাবে এগোবে। মনে হয় অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জিতবে। কিন্তু এটি হতে যাচ্ছে কঠিন একটি সিরিজ।”
অস্ট্রেলিয়ার জয় চাইলেও সিরিজটি খুবই আকর্ষনীয় সিরিজ হতে চলেছে বলেন মনে করেন জয়াবর্ধনে। অস্ট্রেলিয়ার ভালো বোলিং লাইনআপ রয়েছে, তবে তাদের জন্য ভারতীয় কন্ডিশন চ্যালেঞ্জিং হতে পারে বলে ধারনা তার।
“আমি মনে করি এটি একটি দুর্দান্ত সিরিজ হতে চলেছে। ভারতীয় কন্ডিশনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কীভাবে তা মোকাবিলা করে, তাদের সত্যিই একটি ভালো বোলিং ইউনিট রয়েছে এবং ভারতীয় ব্যাটসম্যানরা কীভাবে তা মোকাবেলা করবে, এটি নির্ভর করে প্রতিটি দল কীভাবে সিরিজ শুরু করে এবং কে সেই মোমেন্টাম পেয়েছে তার ওপর। কিন্তু এটি একটি আকর্ষণীয় সিরিজ হবে” যোগ করেন জয়াবর্ধনে।
৪ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৯ ফেব্রুয়ারি। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে অস্ট্রেলিয়া আর দুই নম্বরে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতায় এই সিরিজ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন কররে পারে।