আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের দায়িত্ব নিলেন জয় শাহ। রোববার (১ ডিসেম্বর) এ দায়িত্ব নেন বিসিসিআইয়ের সদ্য সাবেক এই সেক্রেটারি। তিনি গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হলেন।
দায়িত্ব নিয়ে জয় শাহ জানিয়েছেন, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি এবং নারীদের ক্রিকেটের অগ্রগতিকে অগ্রাধিকার দেবেন। দায়িত্ব নেওয়ার পর জয় বলেন, “আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। আইসিসির পরিচালক এবং সদস্য বোর্ডগুলির সমর্থন এবং বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ক্রিকেটের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সময়।”
আইসিসির নতুন এই চেয়ারম্যান আরও বলেন, “আমরা এখন ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছি। বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির জন্যও কাজ করছি। চেষ্টা করা হচ্ছে খেলাটাকে আরও আকর্ষণীয় করার। তিন ধরনের ক্রিকেটকেই এগিয়ে নিয়ে যেতে হবে। নারীদের ক্রিকেটেরও বিশ্বব্যাপী প্রসারের চেষ্টা করা হচ্ছে। আমাদের সব সুযোগ কাজে লাগাতে হবে। আইসিসির সব কমিটি এবং সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।”
২০০৯ সালে প্রথম ক্রিকেট প্রশাসনে এসেছিলেন জয়। গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে তার কাজ শুরু। বিসিসিআইয়ে কনিষ্ঠতম সচিবও তিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসাবে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে।
জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন, শশাঙ্ক মনোহরের পর পঞ্চম ভারতীয় হিসাবে আইসিসির সর্বোচ্চ পদে বসলেন জয়। তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে।