গত দুই আসরের রানার্স-আপ নিউজিল্যান্ড এবারের বিশ্বকাপের প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছিল। এরপরই তাদের খারাপ সময় শুরু হতে থাকে। টানা তিন ম্যাচ হেরে কিউইরা এখন পয়েন্ট তালিকার চার নম্বরে অবস্থান করছে। এর থেকেও তাদের বড় দুঃসংবাদ ক্রিকেটারদের ইনজুরি। দলটার ইনজুরি ক্রিকেটারের লিস্ট লম্বা। বিশ্বকাপ স্কোয়াডের ১৫ সদস্যের মধ্যে ৫ জনই ইনজুরিতে ভুগছেন। এখন তাদের সামনে বড় দুশ্চিন্তার নাম পাকিস্তানের বিপক্ষে ৪ নভেম্বর পুরো ফিট একাদশ নিয়ে মাঠে নামাতে পারা। তার জন্য নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন দীর্ঘদেহী ফাস্ট বোলার কাইল জেমিসন।
বিশ্বকাপ শুরুর আগ থেকেই ইনজুরি সমস্যা ছিল ব্লাক ক্যাপস শিবিরে। ইনজুরিতে থাকা সত্ত্বেও দলে জায়গা পান টিম সাউদি এবং তাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে উইলিয়ামসন ফিরলেও, সেই ম্যাচেই আবারো ইনজুরিতে পড়েন কিউই অধিনায়ক।
এরপর মার্ক চ্যাপম্যান ও লকি ফার্গুসনও ইনজুরির কারণে ছিটকে যান। যদিও পাকিস্তানের বিপক্ষে ফার্গুসনকে দলে পাওয়ার সম্ভাবনা আছে। তবে নিউজিল্যান্ড দল বড় ধাক্কাটা খায় বুধবার (১ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে। প্রোটিয়াদের বিপক্ষে হ্যামস্টিং ইনজুরিতে পড়েন ম্যাট হেনরি। আর ডান কবজিতে আঘাত পেয়েছেন অলরাউন্ডার জিমি নিশাম।
এত এত দুঃসংবাদের মাঝে নিউজিল্যান্ড দলে স্বস্তির খবর অভিজ্ঞ পেসার সাউদির ফিরে আসা। কিন্তু তবুও পাকিস্তানের বিপক্ষে ফিট ১১ জনকে পাচ্ছে না কিউইরা। পেসার ম্যাট হেনরি ছিটকে যাওয়ায় কাইল জেমিসনকে ডেকে পাঠিয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার (৩ নভেম্বর) বেঙ্গালুরুতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এই পেসারের। বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড।
কোচ গ্যারি স্টিড বলেন, “আমরা কথা বলেছি, কাইল আসছে। আমরা তাকে দলে স্বাগত জানাতে প্রস্তুত। সে শুক্রবার আমাদের সঙ্গে অনুশীলন করবে এবং শনিবার ম্যাচে বিবেচনার জন্য উন্মুক্ত থাকবে।`”