• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

১৮ মাস পর বাংলাদেশ দলে ফিরলেন জাহানারা আলম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ১২:৫৭ পিএম
১৮ মাস পর বাংলাদেশ দলে ফিরলেন জাহানারা আলম
জাহানারা আলম। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল আসছে বাংলাদেশ সফরে। ২২ নভেম্বর দলটি ঢাকায় এসে ২৭ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে স্বাগতিকদের বিপক্ষে। এরপর ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সব ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সফরে আইরিশ নারীরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশের সঙ্গে। আপাতত, ১৫ সদস্যদের ওয়ানডে নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রায় দেড় বছর পর দলে ফিরলেন পেসার জাহানারা আলম।   বাংলাদেশ নারী ওয়ানডে দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), ফারজানা হক, মুর্শিদা আক্তার, জাহানারা আলম, রাবেয়া খান, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, সোবহানা মুস্তারি, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন ও তাজ নেহার।

Link copied!