সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকা (এসএ) টি-টোয়েন্টি ক্রিকেট লিগে ডারবানস সুপার জায়ান্টসের বিরুদ্ধে ব্যাট হাতে রীতিমতো তান্ডব চালান উইল জ্যাকস। বল হাতেও নেন ২টি উইকেট।
পার্ল রয়্যালসের বিরুদ্ধে আগের ম্যাচে ৩৪ বলে ৫৮ রানের আগ্রাসী ইনিংস খেলেছিলেন ২৫ বছর বয়সী ব্রিটিশ তারকা জ্যাকস। এবার প্রিটোরিয়া ক্যাপিটালসের জ্যাকস ঝোড়ো সেঞ্চুরি করলেন। ম্যাচ জিততে অসুবিধা হয়নি দলের। বলাই যায়, এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন জ্যাকস।
বৃহস্পতিবার ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ক্যাপিটালস। ওপেনিংয়ে নেমে ২৩ বলে হাফ-সেঞ্চুরির পর সেঞ্চুরি করেন ৪১ বলে মোট ৮টি চার ও ৯টি ছক্কায়।
ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটা। ডেভিড উইলি ২০১৫ সালে নর্দাম্পটনশায়ারের হয়ে সাসেক্সের বিরুদ্ধে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন।
জ্যাকস শেষ পর্যন্ত ৪২ বলে ১০১ রানে আউট হন। ক্যাপিটালস ২০ ওভারে ৯ উইকেটে ২০৪ রান করে। কলিন ইনগ্রাম ২৩ বলে ৪৩ রান করেন ৫টি চার ও ১টি ছক্কায়। ১৩ বলে ২৩ রান করেন ফিল সল্ট ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে। সুপার জায়ান্টসের রিস টপলি ৩৪ রানে ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে সুপার জায়ান্টস ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৭ রানে আটকে যায়। ১৭ রানের জয় পায় ক্যাপিটালস। ম্যাথিউ ব্রিৎজকে ৩৩, কাইল মায়ের্স ১১, কুইন্টন ডি’কক ২৫, জেজে স্মুটস ২৭, মার্কাস স্টইনিস ১৩, কিমো পল ১৮, কেশব মহারাজ ২৫ ও ডোয়েন প্রিটোরিয়াস ১৯ রান করেন।
জ্যাকস ৩ ওভারে ১৮ রানে ২টি উইকেটও সংগ্রহ করেন। এছাড়া ক্যাপিটালসের হয়ে ২টি করে উইকেট নেন ওয়েন পার্নেল ও হার্ডাস ভিলজোয়েন। নিশাম নেন ১টি উইকেট।