• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৭ রজব ১৪৪৬

শ্বাসকষ্ট নিয়ে খেলেও জিতলেন জাবেউর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০৩:২০ পিএম
শ্বাসকষ্ট নিয়ে খেলেও জিতলেন জাবেউর
রিটার্ণ শট নিচ্ছেন জাবেউর। ছবি : সংগৃহীত

বিশ্বের সাবেক দুই নম্বর নারী টেনিস তারকা তিউনিসিয়ার ওন্স জাবেউর চলতি অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে নিজের খেলা চলাকালে মারাত্মক শ্বাসকষ্টে পড়েন। ফলে একদিকে শ্বাসকষ্ট ও অন্যদিকে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে হয়েছে জাবেউরকে। এই রাউন্ডের এক পর্যায়ে কোর্টে কান্নায় ভেঙে পড়েন তিনি। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতেই বছরের প্রথম গ্রান্ড স্লাম আসরের তৃতীয় রাউন্ড নিশ্চিত করতে পেরেছেন।

তিউনিসিয়ান তারকা ম্যাচ শেষে বলেন, হাঁপানিতে আক্রান্ত হয়েছিলেন তিনি। মেলবোর্ন পার্কে অবশ্য দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কলম্বিয়ার ক্যামিলা ওসোরিওকে সরাসরি ৭-৫ ও ৬-৩ সেটে পরাজিত করেন জাবেউর।

তিনবারের গ্রান্ড স্লাম ফাইনালিস্ট জাবেউর মাত্র তিন গেম খেলার পর চিকিৎসা গ্রহণের জন্য কোর্ট থেকে বের হন। সেই সময় কাশছিলেন তিনি। জাবেউর বলেন,  শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। আমি যখন ছোট ছিলাম, তখন আমার এই হাঁপানি ধরা পড়েছিল।’

তিনি বলেন, ‘আমি ইনহেলার ব্যবহার করার চেষ্টা করেছি। কিন্তু এটা সত্যিই আমাকে সাহায্য করেনি। তাই আমি ডাক্তারের কাছে ছুটে যাই।’  

৩০ বছর বয়সী জাবেউর আরও বলেন, ‘আমি যদি প্রথম সেটে হেরে যেতাম, তাহলে আমার পক্ষে ম্যাচ জেতা বেশ কঠিন হয়ে পড়তো।’

গত বছর ইনজুরি সমস্যার কারণে তিনি ইউএস ওপেন এবং প্যারিস অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। ফলে র‌্যাঙ্কিংয়ে ৩৯ নম্বরে নেমে আসেন।   

তিনি গত বছরের সেপ্টেম্বরে শেষ বারের মতো খেলেন  এবং এই বছরের শুরুতে অ্যাকশনে ফেরেন।  

জাবেউর পরের রাউন্ডে অষ্টম বাছাই যুক্তরাষ্ট্রের এমা নাভারোর মুখোমুখি হবেন, যিনি চীনের ওয়াং শিউকে ৬-৩, ৩-৬ ও ৬-৪ সেটে হারিয়েছেন।

এদিকে, ২০২২ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রাইবাকিনা আমেরিকান ওয়াইল্ডকার্ডধারী যুক্তরাষ্ট্রের ১৭ বছর বয়সী  ইভা জোভিককে সরাসরি ৬-০ ও ৬-৩ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন। আর এটা তার ৫০তম গ্রান্ড স্লাম ম্যাচ জয়।

 

 

খেলা বিভাগের আরো খবর

Link copied!