• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাত্র ৭ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড আইভরি কোস্টের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৪:০০ পিএম
মাত্র ৭ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড আইভরি কোস্টের
আইভরি কোস্টের উইকেট পতনে উল্লাস নাইজেরিয়ার খেলোয়াড়দের। ছবি : সংগৃহীত

আইভরি কোস্ট রোববার লাগোসে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের এক ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র মাত্র সাত রালে অলআউট হয়ে অন্যরকম বিশ্বরেকর্ড গড়েছে। পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটাই সর্বনিম্ন স্কোর।

নাইজেরিয়া প্রথমে ব্যাট করে সেলিম সালাউ ৫৩ বলে ১১২ রান করেন এবং স্বাগতিকরা ২৭১ রান করে।

কিন্তু আইভরি কোস্ট মাত্র ৭ রানে অলআউট হয়ে ২৬৪ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয়। যেখানে আইভরি কোস্টের ছয়জন ব্যাটারই  শূন্য রানে আউট হয়ে যান। ওপেনার ওউত্তারা মোহাম্মদ সর্বোচ্চ ৪ রান করেন। মিমি অ্যালেক্স, মাইগা ইব্রাহীম এবং ডিজে ক্লদ ১ করে রান পান।  

এই বছরের শুরুতে মঙ্গোলিয়া এবং ২০২৩ সালে আইল অফ ম্যান  দল মাত্র ১০ রানে অলআউট হয়ে আগের রেকর্ডটি করেছিল। এবার সেই রেকর্ডও ভেঙে গেল।

টি-টোয়েন্টিতে নাইজেরিয়া জয়ের তৃতীয় বৃহত্তম রেকর্ড গড়েছে।

বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপের আগের ম্যাচে আইভরি কোস্ট তাদের আগের ম্যাচে মাত্র ২১ রানে অলআউট হয়ে ১৬৪ রানের ব্যবধানে পরাজিত হয়েছিল সিয়েরা লিওনের কাছে।  এবার তার থেকেও কম রান করলো তারা।

টি-টোয়েন্টি নারী ক্রিকেটে অবশ্য সর্বনিম্ন রানের রেকর্ডটি মালদ্বীপ এবং মালির।  যারা উভয়েই ২০১৯ সালে মাত্র ৬ রান করেছিল নিজেদের ইনিংসে।  

Link copied!