টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ম আসরের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় টস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সময় ৮ মিনিট এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ, স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ২২ মিনিটে টস হবে।
ফাইনালকে স্মরণীয় করে রাখতেই টসের সময় এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। ম্যাচ শুরুর আগে মেলবোর্নে অনুষ্ঠিত হবে মিউজিক্যাল শো। শুধু তাই নয়, ম্যাচ শেষে আতশবাজি প্রদর্শনীর ব্যবস্থাও রেখেছে আয়োজকরা।
অবশ্য মিউজিক্যাল শো কিংবা আতশবাজির এই অনুষ্ঠানের পাশাপাশি ম্যাচও পন্ড হওয়ার শঙ্কায় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রোববার (১৩ নভেম্বর) মেলবোর্নে পুরোটা সময় বৃষ্টির শঙ্কা রয়েছে।
অবশ্য বৃষ্টি হলেও দর্শকদের জন্য মন খারাপের কিছু নেই। ফাইনালের জন্য একদিন রিজার্ভ রেখেছে আইসিসি। আর বিশ্বকাপের ম্যাচের আমেজ ধরে রাখতে প্লেয়িং কন্ডিশনেও পরিবর্তন এনেছে আইসিসি। ফাইনালে অন্তত ১০ ওভার খেলা হবে বলেও জানিয়েছে তারা।