• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

রোনালদোর বিপক্ষে খেলাটা সম্মানের: এমবাপে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৪, ০৭:০০ পিএম
রোনালদোর বিপক্ষে খেলাটা সম্মানের: এমবাপে
আজ রাতে ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন এমবাপে ও রোনালদো। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের দুই বিশ্ব সেরা ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপে। পর্তুগাল তারকা রোনালদোর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফ্রান্স তারকা এমবাপে বলেছেন, তার বিপক্ষে খেলাটা বড় গৌরবের। 

রোনালদো ও এমবাপের মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সেটা হলো, রিয়াল মাদ্রিদ রোনালদোর সাবেক দল আর এমবাপের বর্তমান ক্লাব। 

রোনালদো প্রায় দশ বছর খেলেছেন রিয়ালের হয়ে। ৪৩০ ম্যাচে গোল করেছেন ৪৫০টি। রোনালদো এখন খেলছেন সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে। এমবাপে এতোদিন খেলেছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) দলের হয়ে। 

শুক্রবার রাত ১টায় ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শেষ আটে মুখোমুখি হবে ফ্রান্স ও পর্তুগাল।   এই ম্যাচের আগে এমবাপে বলেন, ‍‍“রোনালদোর সঙ্গে তার নিয়মিত কথা হয়, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনাও করি। আজ পর্তুগালের বিপক্ষে ম্যাচটি রোনালদোর সঙ্গে লড়াইও। রোনালদোর বিপক্ষে মাঠের লড়াই সম্মানের। তবে তাদের হারিয়ে আমরা সেমিফাইনালে উঠবো।‍‍”

Link copied!