টানা দ্বিতীয়বার উয়েফা নেশন্স লিগের ফাইনালে উঠে গেল স্পেন। ইতালিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্প্যানিশরা। ইতালি পারল না বছর দুয়েক আগের হারের মধুর প্রতিশোধ নিতে।
ম্যাচের শুরু থেকেই স্পেনকে চেপে ধরে ইতালি। মাত্র ৩ মিনিটেই ইতালির মনোবল ভাঙার কাজটি করে ইয়েরেমি পিনো। ইতালি গোলরক্ষকের দেওয়া পাস নিয়ন্ত্রণে নিতে বেশিই দেরি করে ফেলেন লিওনার্দো বোনুচ্চি। সেই সুযোগে ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে পড়েন ইয়েরিমো। কোনাকুনি শটে গোল করেন।
একাদশ মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন লাৎসিও ফরোয়ার্ড ইম্মোবিলে। ডি-বক্সে স্প্যানিশ ডিফেন্ডার লি নমোর হাতে বল লাগলে পেনাল্টি পায় ইতালি। সুযোগ কাজে লাগাতে ভুল করেনি ইউরো চ্যাম্পিয়নরা।
ম্যাচের ৮৮ মিনিটে জয়সূচক গোলের দেখা পায় স্পেন। ডি-বক্সে বল প্রতিপক্ষে দুজনের গায়ে লেগে চলে আসে গোলমুখে। সেখানে ছিলেন বদলি নামা হোসেলু। দোন্নারুম্মাকে কোনো সুযোগ না দিয়ে বাকি কাজ সারেন মোরাতার বদলি নামা হোসেলু।
২০২১ সালের সেমিফাইনালেও স্পেনের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ইতালি। সেই আসরেও তারা হেরেছিল ২-১ গোলে।