বিপিএল

জাতীয় দলে ফেরা নয়, বিপিএলে পারফর্ম করা গুরুত্বপূর্ণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ১০:২৫ পিএম
জাতীয় দলে ফেরা নয়, বিপিএলে পারফর্ম করা গুরুত্বপূর্ণ
ফাইল ছবি

সর্বশেষ এশিয়া কাপে শেখ মেহেদিকে দেখা গিয়েছিল জাতীয় দলের জার্সিতে। এরপর আর লাল-সবুজের জার্সি পরা হয়নি এই অফ স্পিনিং অলরাউন্ডারের। জাতীয় দলে ফিরতে তার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তার জন্য গুরুত্বপূর্ণ।

তবে জাতীয় দলে ফেরা নিয়ে এখন মোটেও ভাবতে রাজি নন মেহেদী। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে খেলবেন তিনি। জাতীয় দল নিয়ে না ভেবে বিপিএলের রংপুরের জন্য পারফর্ম করতেই মনোযোগ দিতে চান মেহেদি।

রংপুর রাইডার্স আসন্ন বিপিএলকে সামনে রেখে নিজের মাঠ বসুন্ধরা কমপ্লেক্সে অনুশীলন শুরু করেছে। সেখানেই জাতীয় দলে ফেরা ও বিপিএল নিয়ে কথা বলেছেন মেহেদি।

মেহেদি বলেন, “দলে (জাতীয় দল) ফেরা গুরুত্বপূর্ণ মনে করি না। বর্তমানে যে টুর্নামেন্ট খেলছি, এটার ওপর ডিপেন্ড করি। এটা কতটুকু আগাতে পারবে। জাতীয় দল (ফেরা) আমার হাতে না। আমার হাতে আছে যেখানে খেলছি, সেখানে কীভাবে পারফর্ম করবো। উন্নতির তো শেষ নাই। আমার লক্ষ্য যেভাবে স্কিলে উন্নতি করা যায় আর।”

দারুন সম্ভাবনা জাগিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল মেহেদির। তবে এখন পর্যন্ত নিজের সামর্থ্য অনুযায়ী খুব বেশি ম্যাচে পারফর্ম করতে পারেননি তিনি। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৩৮ টি-টোয়েন্টিতে মেহেদীর সংগ্রহ ২৫৯ রান ও ৩০ উইকেট।

Link copied!