• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

অধিনায়কের বিষয়ে বোর্ড বললেই ভালো হবে : লিটন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩, ০২:৪৩ পিএম
অধিনায়কের বিষয়ে বোর্ড বললেই ভালো হবে : লিটন
ফাইল ছবি

দুয়ারে কড়া নাড়ছে এশিয়া কাপ। তারপর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ এবং ভারতে বিশ্বকাপ। তিনটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পড়েছে বড় সমস্যায়। যেখানে পাকিস্তান দিয়ে দিয়েছে এশিয়া কাপের দল, অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য ঘোষণা করেছে প্রাথমিক দল, বাকিরাও প্রস্তুত দল ঘোষণার জন্য, সেখানে বাংলাদেশ ১৫ জনের স্কোয়াড ঘোষণা করা তো দূরে থাক, এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কাকে করা হবে অধিনায়ক।

এরই মধ্যে অধিনায়ক ইস্যুতে জরুরি বোর্ড সভা করেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। সভা শেষে জানানো হয়, টাইগারদের অধিনায়ক কে হবেন, সেটি জানাবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ওয়ানডে অধিনায়কত্বে কয়েকজনের নাম বেশ জোরেশোরে শোনা যাচ্ছে, যার মধ্যে সবার চেয়ে এগিয়ে রয়েছেন সাকিব। তারকা এই ক্রিকেটার বাদেও অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসও।

বৃহস্পতিবার (১০ আগস্ট) এশিয়া কাপ ও বিশ্বকাপের নেতৃত্বের দৌড়ে থাকা লিটন অধিনায়কত্ব ইস্যুতে কথা বলেছেন। অধিনায়কত্বের জন্য তৈরি কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখেন, এই জিনিসটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। আপনারা হয়তো এক-দুই দিনের ভেতরে নিউজটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে বোর্ড থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনো ক্ষেত্রে। আমি মনে করি এটার জন্য আপনারা একটু অপেক্ষা করেন।’

আসন্ন এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপে নিজের লক্ষ্য নিয়েও কথা বলেন লিটন। তিনি বলেন, ‘অবশ্যই যেহেতু অনেক দিন ধরে ক্রিকেট খেলছি, দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দিতে। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করব। যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করব।’

লিটন গতকালই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে এসেছেন। টুর্নামেন্টের ফাইনালিস্ট সারে জাগুয়ার্সের হয়ে ৮ ম্যাচ খেলে ৭ ইনিংসে ব্যাট করে লিটন ১৫২ রান করেছেন, গড় মাত্র ২১.৭১, স্ট্রাইক রেট ১০০.৬৬। লিটনকে অবশ্য নিজের পারফরম্যান্সে সন্তুষ্টই মনে হলো, ‘গ্লোবাল টি-টোয়েন্টির সফরটা ভালো ছিল। অনেক দিন ধরে খেলেছি, পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ ছিল। আমি অনেক উপভোগ করেছি।’

লিটন দাস এখন পর্যন্ত বাংলাদেশ দলের পাঁচটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যেখানে তিন ম্যাচের জয়ের বিপরীতে হার দুই ম্যাচে। তার নেতৃত্বে ভারতকে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। 

Link copied!