আইরিশরা ৪৫ রানে অলআউট, বিশাল জয় ইংরেজদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৫:৪৯ পিএম
আইরিশরা ৪৫ রানে অলআউট, বিশাল জয় ইংরেজদের
শতরানের পর উৎফুল্ল ট্যামি বিউমন্ট। ছবি : সংগৃহীত

বেশ দাপট দেখিয়ে জিতল ইংল্যান্ড। ৩২১ রান তাড়া করতে নেমে মাত্র ৪৫ রানে অলআউট হয়ে গেল আয়ারল্যান্ড। ওয়ানডে ম্যাচে ২৭৫ রানের রেকর্ড ব্যবধানে জিতল ইংল্যান্ডের নারী দল। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে গেল ইংল্যান্ড।

শুরুটা করেছিলেন ইংল্যান্ডের ব্যাটারেরা। ১৩৯ বলে ১৫০ রানের ইনিংস খেলে ট্যামি বিউমন্ট। ওয়ানডে ক্রিকেটে নিজের দশম শতরান করেন তিনি। ১৬টি চার ও একটি ছক্কার ইনিংসে ন্যাট শিভার-ব্রান্টকে ছাপিয়ে ইংল্যান্ডের নারী ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক শতরানের মালিক হলেন তিনি।

বিউমন্টের পাশাপাশি ৪৭ বলে ৬৫ রানের ইনিংস খেলেন ফ্রেয়া কেম্প। চতুর্থ উইকেটে দু’জনের মধ্যে শতরানের জুটি হয়। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২০ রান করে ইংল্যান্ড।

জবাবে শুরু থেকেই চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। ইংল্যান্ডের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি তারা। অধিনায়ক কেট ক্রস ৮ রান দিয়ে ৩ উইকেট নেন। লরেন ফিলার ১০ রান দিয়ে নেন ৩ উইকেট। বাকিদের মধ্যে ক্যাম্প ৭ রান দিয়ে ২টি ও জর্জিয়া ডেভিস ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। চার বোলারের দাপটে মাত্র ১৬.৫ ওভারে ৪৫ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের মাত্র এক ব্যাটার দুই অঙ্কে পৌঁছতে পারেন। ২২ রান করেন উনা রেমন্ড-হোয়ে।

২৭৫ রানে ম্যাচ জেতে ইংল্যান্ড। এর আগে ১৯৯৩ সালে ডেনমার্কের বিরুদ্ধে ২৩৯ রানে জিতেছিল ইংল্যান্ডের নারী দল। সেটিই এক দিনের ক্রিকেটে ইংল্যান্ডের সর্বাধিক ব্যবধানে জয় ছিল। সেই রেকর্ড ভেঙে গেল।

Link copied!