সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের নারীরা। মিরপুরের চেনা উইকেটে সেই ধারা অব্যহত রেখেছেন দ্বিতীয় ম্যাচেও। সুলতানা খাতুন-নাহিদা আক্তারদের আঁটসাঁট বোলিংয়ে আয়ারল্যান্ড নারীদের নাগালেই রেখেছে বাংলাদেশের মেয়েরা।
শনিবার মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন অ্যামি হান্টার। বাংলাদেশের হয়ে ৩২ রানে ২ উইকেট শিকার করেছেন সুলতানা খাতুন।
সিরিজের প্রথম ওয়ানডেতে বড় জয় পেয়েছিল বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে টাইগ্রেসদের। অন্যদিকে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই আয়ারল্যান্ড নারী দলের।
টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা।
এর আগে, প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে রেকর্ড সংগ্রহ গড়ে নিগার সুলতানা জ্যোতির দল। শারমির আক্তারের ৯৬ রানের ইনিংসের সুবাদে ৪ উইকেটে ২৫২ রান করে লাল-সবুজের দল। জবাবে ব্যাট করতে নেমে আইরিশরা অল আউট হয়েছে ৯৮ রানেই। ফলে ১৫৪ রানের বড় জয়ে সিরিজে লিড নেয় বাংলাদেশ।
রান বিবেচনায় এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল ১১৯ রানের।