• ঢাকা
  • রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬
কাতার বিশ্বকাপ

গ্রেফতারের ভয়ে জাতীয় সঙ্গীত গাইলেন ইরানি ফুটবলাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২, ০৭:৫৪ পিএম
গ্রেফতারের ভয়ে জাতীয় সঙ্গীত গাইলেন ইরানি ফুটবলাররা

ইরান জুড়ে বেশ অনেকদিন ধরেই আন্দোলন চলছে। ঠিকমতো হিজাব না পড়ার অভিযোগে পুলিশের হাতে খুন হওয়া মাহশা আমিনির হত্যা ও হিজাব বিরোধী আন্দলনে উত্তাল ইরান। অনেক ইরানি অভিনেতা, খেলোয়াড়কে আন্দোলনের পক্ষে সাফাই গাইতে দেখা গেছে।

চলতি বিশ্বকাপে আন্দোলনে সমর্থন দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত ছিলেন ইরানি ফুটবলাররা। তবে এই ঘটনা স্বাভাবিকভাবে নেয় ইরানি সরকার।

এরপরই ক্ষোভ প্রকাশ করেছেন ইরান সরকারের একাধিক মন্ত্রী। এমনকি যদি দ্বিতীয় ম্যাচেও একই ঘটনা ঘটে তাহলে ফুটবলারদের বিরুদ্ধে কড়া শাস্তিত হুশিয়ারি দেন তারা। এছাড়া তাদের গ্রেফতার করে জেলবন্দী করার ইঙ্গীতও দেন একাধিক মন্ত্রী।

সরকারের একাধিক মন্ত্রীর এমন আক্রমণাত্মক মন্তব্যে নিজেদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছে ইরান ফুটবল দল। দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিপক্ষে জাতীয় সঙ্গীত গাইতে দেখা গেছে ফুটবলারদের।

যদিও সশব্দে নয়, মৃদু গলায় শুধুমাত্র জাতীয় সঙ্গীতের সময় ঠোঁট নাড়িয়েছেন ফুটবলাররা। ধারণা করা হচ্ছে সরকারের এরকম হুশিয়ারিতেই নিজেদের অবস্থান বদলে জাতীয় সঙ্গীত গেয়েছেন তারা।

দ্বিতীয় ম্যাচে শুক্রবার (২৫ নভেম্বর) ওয়েলসকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ইরান। এর আগে প্রথম ম্যাচে ইংল্যান্ডেরর বিপক্ষে ২-৬ গোলের ব্যবধানে হেরেছিল তারা।

Link copied!