ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিন বছর পরপর হয় মেগা নিলাম। ২০২৫ আইপিএলের এই মেগা নিলাম আজ রোববার ও আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। এবার ৫৭৭ জন ক্রিকেটার বিক্রি হওয়ার অপেক্ষায় আছেন। বিপরীতে ১০ ফ্র্যাঞ্চাইজি নামছে ৯০৭.৪৬ কোটি টাকা নিয়ে।
নিলামে থাকা ক্রিকেটারদের মধ্যে দল পাবেন সর্বোচ্চ ২০৪ জন। এর মধ্যে ৭০ স্লট থাকবে বিদেশি খেলোয়াড়দের জন্য। মেগা নিলাম হবে সৌদি আরবের জেদ্দায়। বিকেল ৪টায় এই নিলাম শুরু হবে।
২০২৫ আইপিএলের পর্দা উঠবে আগামী ১৪ মার্চ। প্রায় দুই মাস ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৫ মে।
এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে শেষ পর্যন্ত ৫৭৭ জন খেলোয়াড় মেগা নিলামে জায়গা পেয়েছেন। এর মধ্যে ৩৬৭ জন ভারতীয়, ২১০ জন বিদেশি।
নিলামে ভারতের বাইরে সবচেয়ে বেশি খেলোয়াড় ইংল্যান্ডের ৩৮ জন। এ ছাড়া অস্ট্রেলিয়ার ৩৭, দক্ষিণ আফ্রিকার ৩১, নিউজিল্যান্ডের ২৪, ওয়েস্ট ইন্ডিজের ২২, শ্রীলঙ্কার ১৯, আফগানিস্তানের ১৮, বাংলাদেশের ১২, জিম্বাবুয়ের ৩, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ২ জন করে এবং স্কটল্যান্ডের ১ জন আছেন।
নিলামের শুরুতে ডাকা হবে মার্কি খেলোয়াড়দের। দলগুলোর আগ্রহের ভিত্তিতে সবচেয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়দের এই শ্রেণিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। নিলামে দুই সেটে থাকবেন মার্কি খেলোয়াড়রা, প্রতি সেটে ৬ জন করে। এরপর পর্যায়ক্রমে ডাকা হবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ব্যাটসম্যান, অলরাউন্ডার, উইকেটকিপার-ব্যাটসম্যান, ফাস্ট বোলার, স্পিনার– এসব ক্যাটাগরিতে।
নিলামের তালিকায় থাকা আনক্যাপড (অনভিষিক্ত) খেলোয়াড়দেরও একইভাবে ক্যাটাগরির ভিত্তিতে ডাকা হবে। পরে ৫৭৭ জনের নিলাম শেষ হলে দলগুলো অবিক্রীত খেলোয়াড়দের মধ্য থেকে কাঙ্ক্ষিত খেলোয়াড়দের একটা তালিকা দেবে। সেই তালিকায় থাকা খেলোয়াড়দের আবার নিলামে তোলা হবে।