• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেসির গোলের পরও জেতেনি ইন্টার মিয়ামি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২, ২০২৪, ০৬:৩১ পিএম
মেসির গোলের পরও জেতেনি ইন্টার মিয়ামি
গোলের পর মেসিকে মিয়ামি সতীর্থের অভিনন্দন। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে রোববার সকালে সেন্ট লুইস সিটির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি। চোট কাটিয়ে দলে ফিরে গোল করেছেন দলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি।

এছাড়াও গোল পেয়েছেন লুইস সুয়ারেজ ও জর্ডি আলবা। তবে তাতেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মেসির দল। ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে তারা।

ম্যাচ শুরুর ১৫ মিনিটের মধ্যে ক্রিস ডারকিনের গোলে লিড পায় সিটি। ম্যাচে ফিরতে বেশি সময় নেননি অধিনায়ক মেসি। দশ মিনিটের মধ্যে আলবার থেকে বল নিয়ে জালে জড়ান বিশ্বজয়ী। ১-১ গোলে সমতায় ফেরে মিয়ামি।

৪১ মিনিটে ইন্ডিয়ানা ভাসিলিভের গোলে আবারও এগিয়ে যায় সিটি। বিরতির আগমুহূর্তে মিয়ামিকে এবার সমতায় ফেরান উরুগুয়ে তারকা সুয়ারেজ। এবারও বলের যোগানদাতা আলবা।

৬৮ মিনিটে সুয়ারেজ নিজেদের জালেই বল পাঠিয়ে দিলে পিছিয়ে পড়ে মিয়ামি। শেষপর্যন্ত আর জয়ের দেখা পায়নি টাটা মার্টিনোর দল। ৮৫ মিনিটে সতীর্থদের দিয়ে দুই গোল করানো আলবা নিজেই তৃতীয়বারের মতো সমতায় ফেরান মিয়ামিকে। এরপর আর জয়সূচক গোল করতে পারেনি দুদলের কেউই।

Link copied!