রেকর্ড ২০টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ১১টি অলিম্পিক পদকজয়ী অ্যালিসন ফেলিক্সকে সর্বকালের অন্যতম সেরা নারী ট্র্যাক এন্ড ফিল্ড অ্যাথলেট হিসেবে গণ্য করা হয়। এই দুই আসরে তার স্বর্ণপদকই হলো রেকর্ড ২১টি। যার মধ্যে ২০০ মিটার স্পিন্টেই বেশি। মূলত তিনি ২০০ মিটারের বিশেষজ্ঞ স্প্রিন্টার।
শুধু মাঠেই নয়, যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট মাঠের বাইরেও একজন মহান নারী ব্যক্তিত্ব। সাম্প্রতিক বছরগুলোতে তিনি নারীদের মাতৃস্বাস্থ্য অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
নারী ক্রীড়াবিদদের জড়িয়ে নানা অঘটন খেলাধুলায় বিরূপ প্রভাব ফেলেছে। ফেলিক্স বিবিসিকে বলেছেন যে, তিনি বিশ্বের বিভিন্ন স্থানে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। ‘সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। নারীদের বেলায় অনেক কিছুই ঠিক নয়, যা আমাকে উদ্বিগ্ন করে তোলে।’
ফেলিক্স বলেছেন, তিনি অলিম্পিকজয়ী নারী অ্যাথলেট রেবেকা চেপ্টেগির মৃত্যুর খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। রেবেকাকে চলতি বছরের শুরুতে কেনিয়ায় তার প্রেমিক আগুনে পুড়িয়ে মারেন। তিন বছরের মধ্যে কেনিয়ায় মারা যাওয়া তৃতীয় নারী অ্যাথলেট ছিলেন দুই সন্তানের মা এই রেবেকা।
ফেলিক্স বলেছেন, ‘নারী অ্যাথলেটদের নিরাপত্তাহীনতা একটি বড় ধরনের সমস্যা। তিনি সম্প্রতি আইওসি অ্যাথলেটস কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন। এই কমিশন ক্রীড়াবিদদের প্রতিনিধিত্ব করে।
ফেলিক্স বলেন, ‘আমি মনে করি পরিস্থিতি যতিই ভয়াবহ হোক না কেন, আমাদের তার চেয়েও বেশি দায়িত্ব পালন করতে হবে। আমাদের নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা বাড়াতে হবে। সারাবিশ্বে ক্রীড়ার সঙ্গে জড়িতদের এক কাতারে আসতে হবে।’
ফেলিক্স ২০২২ সালে অবসর গ্রহণ করেন। তিনি ঐ বছর বিবিসির ১০০ জন বিশ্বসেরা নারী ক্রীড়াবিদদের একজন।