বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি আফগানিস্তানের বিপক্ষে মূল পর্বের ম্যাচেও সাকিবকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।
জানা যায়, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের আগে ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পান সাকিব।অনেকটাই ফুলে গেছে তারকা এই ক্রিকেটারের পা। যার কারণে শঙ্কা তৈরি হয়েছে অধিনায়ক সাকিব আল হাসানকে ঘিরে।
অ্যাংকেল ইনজুরির কারণেই লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না তিনি। এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
দলের সবচেয়ে তারকা ক্রিকেটার ও অধিনায়কের এমন খবর কিছুটা আশাহত করবে লাল-সবুজের সমর্থকদেরও। কিন্তু আসলে তার চোট কতটা গুরুতর!
বিসিবির তরফে এখনও কিছু জানানো না হলেও বিশেষ সূত্রে জানা যায় যে, সাকিবের চোট তেমন গুরুতর নয়। খেলতেন পারবেন প্রথম ম্যাচ থেকেই।
স্বাভাবিকভাবে চিন্তা করলেও দেখা যাচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ আগামী ৭ সেপ্টেম্বর। এখনও সময় রয়েছে প্রায় ৮ দিন। চোটের ধরন ও সময় বিবেচনা করলে বোঝা যায় এই সময়ের মধ্যে মাঠে নামতে পূর্ণ ফিট হয়ে মাঠে নামার কথা সাকিবের।
এদিকে, সাকিবের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ।