ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে জোহানেসবার্গে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব। এরপরে দক্ষিণ আফ্রিকার বোলারদের বেধরক মারতে থাকেন সঞ্জু স্যামসন ও তিলক বর্মা।
ব্যাট হাতে যখন এই দুই ব্যাটার চার ছক্কার ফুলঝুড়ি ঝড়াচ্ছেন তখন স্টেডিয়ামে উপস্থিত এক নারী ভক্তের মুখে গিয়ে বল আঘাত করে। এরপর যা হল সেটা বেশ ভাইরাল হয়ে যায়।
দলের ওপেনার সঞ্জু স্যামসনের ছক্কায় গুরুতর আহত হন সেই নারী সমর্থক। বল লাগার সঙ্গে সঙ্গে সে ব্যথায় কাতড়াতে থাকেন। একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে ওই নারী ভক্তকে কাঁদতে দেখা যায়। সেই সময়ে তাকে গালে বরফ লাগাতেও দেখা যায়।
সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করা সঞ্জু পরের দুই ম্যাচে শূন্য রানে আউট হলেও শেষ ম্যাচে ফের রানে ফেরেন এবং নিজের শতরান পূর্ণ করেছেন। তবে এর মাঝেই তার হিটে ভক্তের আঘাত পাওয়ায় সঞ্জু নিশ্চিত খুশি হবেন না।
এদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। দুই দলেই কোনও পরিবর্তন করা হয়নি।
চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারত ২০ ওভারে এক উইকেট হারিয়ে ২৮৩ রান করেছে। ভারতের পক্ষে সঞ্জু স্যামসন ১০৯ ও তিলক বর্মা করেন ১২০ রান। দ্বিতীয় উইকেটে এই দুজনের মধ্যে রেকর্ড ২১০ রানের জুটি ছিল। ভারতীয় ইনিংসে মোট ২৩টি ছক্কা মারা হয়েছে। এটি বিদেশে ভারতের বৃহত্তম মোট (২৮৩)।
জবাবে ১৪৮ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
তিলক বর্মা ও সঞ্জু স্যামসনের মধ্যে দ্বিতীয় উইকেটে ২১০ রানের রেকর্ড জুটি গড়ে ওঠে। সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন সঞ্জু স্যামসন ও তিলক বর্মা। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-১ ব্যবধানে জিতে যায় ভারত।