• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

ভারতের স্বপ্ন ধূলিস্যাৎ, ফাইনালে মুখোমুখি প্রোটিয়া-ক্যাঙ্গারু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৪:৫৫ পিএম
ভারতের স্বপ্ন ধূলিস্যাৎ, ফাইনালে মুখোমুখি প্রোটিয়া-ক্যাঙ্গারু
ছবি: প্রতীকী

টেস্টের কোনও প্রতিযোগিতার ফাইনালে এই প্রথম অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে না। এর আগেও দুই দল মুখোমুখি হয়েছিল, প্রায় এক শ’ বছর আগে। ১২৩ বছরের ক্রিকেট ইতিহাসে একবারই নিউট্রাল টেস্ট খেলা হয়েছিল। ১৯১২ সালে ত্রিদেশীয় সিরিজ খেলা হয়েছিল। সেখানে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছিল।

হতাশা ঢাকার চেষ্টায় বিরাট কোহলি ও বুমরাহ। ছবি: সংগৃহীত

ভারতীয় দলকে হারিয়ে অস্ট্রেলিয়া পৌঁছে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তারাই  মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ২০১৯ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় আগে দুবারই ভারত ফাইনালে খেলেছিল। তৃতীয় বার এসে ভারতের স্বপ্ন ধুলিস্যাৎ করে দিল অজিরা।    

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দল। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া দল এই নিয়ে টানা দ্বিতীয়বার উঠল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এর আগে ২০২৩ সালের ফাইনালে তারা হারিয়েছিল ভারতকে। এরপর ২০২৫ সালের জুন মাসে লর্ডসের মাটিতে খেলতে চলেছে অস্ট্রেলিয়া। শুধু প্রতিপক্ষ বদলে গেছে, এবার ভারতের পরিবর্তে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

লর্ডসের ডেরায় যে লড়াই দুই দলের সমানে সমানে হবে তা বলাই বাহুল্য। কারণ লর্ডসের উইকেটও পেস সহায়ক এবং সবুজ। এশিয়া মহাদেশের উইকেটের মতো টার্নিং ট্র্যাক নয়। তাই এবার দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ফাইনাল খেলায় দুই দলের বোলিং শক্তির দিকে নজর থাকবে সকলের।

 

Link copied!