আজ থেকে ১৬ বছর আগে ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে জঙ্গি হামলা হয়েছিল। তার সঙ্গে ভারতের সন্ত্রাসীরা জড়িত। কিন্তু ভারতের বক্তব্য, হামলার সঙ্গে পাকিস্তানও জড়িত, পাকিস্তান জঙ্গিদের মদদ দিয়েছে। এই অযুহাতে তারা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক ছিন্ন করেছে। হকি, টেনিস সহ বিভিন্ন খেলায় দেশ দুটি সফর বিনিময় করে। সমস্যা শুধু ক্রিকেট নিয়েই। গত বছর পাকিস্তান দল ভারতে গিয়ে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিয়েছে। পাকিস্তান আশা করছিল, এবার হয়তো ভারতের ক্রিকেট দল পাকিস্তানে আসবে। কিন্তু তারপরও ভারত তাদের ক্রিকেট দল পাকিস্তানে পাঠাতে চাচ্ছে না। ফলে এশিয়া কাপসহ বিভিন্ন ক্রিকেট আসর হাইব্রিড মডেলে আয়োজন করতে হচ্ছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিও সেপথে হাটতে যাচ্ছে। ভারতের ম্যাচগুলো পাকিস্তানের পরিবর্তে দুবাইয়ে আয়োজন হতে পারে। ইংল্যান্ডের একটি মিডিয়া এমনই খবর জানিয়েছে। মিডিয়াটি বলেছে, আইসিসির পক্ষ থেকে এই পরিকল্পনা করা হয়েছে।