নিউজিল্যান্ড ম্যাচের পর থেকেই ভারতের বিপক্ষে সাকিব আল হাসানের খেলা না খেলা নিয়ে ছিল ধোঁয়াশা, যা এখনও কাটেনি। তবে গতকাল (মঙ্গলবার) অনুশীলনে সাকিবকে দেখে বুঝা যায়নি তার খারাপ লাগছে। অনুশীলনে রানিং-ব্যাটিং এর পাশাপাশি খেলেন ফুটবলও। তার এমন আগ্রহই বুঝিয়ে দেয় ভারতের সঙ্গে খেলার জন্য কতটা মুখিয়ে আছেন টাইগার অধিনায়ক।
পরিসংখ্যানেও পরিষ্কার সাকিবের গুরুত্বটা কতটা এই ম্যাচে। ভারতের বিপক্ষে ২২ ম্যাচে ২১ ইনিংসেই ব্যাট হাতে নেমেছিলেন সাকিব। যেখানে প্রায় ৮৪ স্ট্রাইক রেটে ৭৫১ রান করেছেন তিনি। সেঞ্চুরি না থাকলেও রয়েছে ৯ টি হাফসেঞ্চুরি। এভারেজ ৩৭ দশমিক ৫৫। সর্বোচ্চ রান ৮৫। ভারতের বিপক্ষে একবারই শূন্য রানে আউট হয়েছেন তিনি। ২২ ম্যাচে বল হাতে সাকিবের উইকেট ২৯টি। ইকোনমি ৪ দশমিক ৮৮। ম্যাচের আগের দিন এক ভারতীয় সাংবাদিকের কাছ থেকেই এলো প্রশ্নটি, সাকিবের বিপক্ষে ভারতের ব্যাটাররা ভোগেন বেশ। তার বিরুদ্ধে কি আলাদা পরিকল্পনা আছে?
জবাবে ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বলেন, “আমরা জানি সাকিব ভালো খেলোয়াড়, দলের জন্য কার্যকর। ব্যাটিং করে, বোলিং ভালো করে, পাওয়ার প্লেতেও বোলিংয়ে আসে; সে কোয়ালেটি বোলার আর আমার মনে হয় ওই কৃতিত্বটা আপনার তাকে দিতে হবে। কিন্তু আমাদের জন্য এতে আসলে কিছু যায় আসে না। আমাদের জন্য আসল ব্যাপার হচ্ছে নির্দিষ্ট দিনে আমাদের প্রস্তুতি, গেম প্ল্যানের ঠিকঠাক প্রয়োগ।”
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসাররা ভালো করছেন। তাই তাদের নিয়েও প্রশংসা করেন মামব্রে।বিশেষ করে তাসকিন আহমেদের প্রশংসা করেন। কারণ এই পেসার ভারতের বিপক্ষে ১৩ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট। ভারতীয় বোলিং কোচ বলেন, “সত্যি বলতে গত কয়েক বছরে তাসকিন ভালো কিছু করে দেখিয়েছে। আমার মনে হয় সে দুনিয়ার অন্যতম ভালো পেস বোলার। আলাদা ভেন্যু, উইকেটে তাসকিন ভালো খেলেছে। বাংলাদেশে পেসারদের সাহায্য করবে এমন উইকেট খুব বেশি নেই, ওখানেও সে ভালো করেছে। তাসকিন খুব ভালো বোলার।”
এ সময় মামব্রে আরও যোগ করেন, “কিন্তু বাকিরা, আমার মনে হয় যখন আপনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন; আপনার দেশকে প্রতিনিধিত্ব করার মতো ভালো হতে হবে। এদিক থেকে বাকিরাও যথেষ্ট ভালো। স্পিনাররাও, দুই মেহেদী ভালো করেছে। বাংলাদেশের ভালো স্কোয়াড আছে, বোলারও।”