ফিরে এসেই রেকর্ড ভারতীয় বোলারের। প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে টানা তিন নো বল করলেন। এক ম্যাচে তার নো বলের সংখ্যা পাঁচটি। শুধু তাই নয়। ভারতীয় বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক নো বলের নজির গড়েন তিনি। বলছিলাম ভারত জাতীয় দলের সদস্য অর্শ্বদ্বীপ সিংয়ের কথা। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই রেকর্ড করেন তিনি।
এখানেই শেষ নয়। এর আগেও এই রেকর্ড ছিল তার দখলেই। ৪টি নো বল করেছিলেন তিনি। নিজের লজ্জার রেকর্ড এবার ভেঙে দিলেন নিজেই। সব থেকে বেশি নো বল করার তালিকায় বিশ্বের মধ্যে তিনি যৌথভাবে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজ়ের কিমো পলের সঙ্গে।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ওভারেই অর্শ্বদ্বীপের হাতে বল তুলে দেন ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথম বলে লঙ্কান ব্যাটার চার তুলে নেন। অবশ্য পরের চার বল ছিল নিয়ন্ত্রিত। মাত্র এক রান দেন। কিন্তু শেষ বলেই শুরু হয় বিপত্তি। নো বল করেন তিনি, ফ্রি-হিটের কল করেন আম্পায়ার। ফ্রি-হিটও `নো বল` ছিল। পরেরটাও ছিল অবৈধ বল। আগের বলে চার, এবার তাকে হজম করতে হয় ছয়। অবশেষে চারবারের চেষ্টায় বৈধ বল করতে পারেন এই পেসার।
নিজের প্রথম ওভারে অর্শ্বদ্বীপ রান দেন ১৯। তাকে আবার বোলিংয়ে আনা হয় ১৯তম ওভারে। এই ওভারেও তিনি দুইটি নো বল দেন। তার দুই ওভারে লঙ্কান ব্যাটাররা রান তুলের নেন ৩৭টি। নো বলের লজ্জার রেকর্ডের ম্যাচে কোনো উইকেট পাননি তিনি।
এই ম্যাচে শিবম মাভি এবং উমরান মালিকও একটি করে নো বল করেন। মোট সাতটি নো বল আসে এই ম্যাচে। অন্যদিকে, লঙ্কান বোলাররা একটিও নো বল করেননি। ভারতের এই রেকর্ড নিয়ে তাদের কড়া সমালোচনা করছেন সাবেক ক্রিকেটাররা। সুনীল গাভাস্কার রীতিমতো বিরক্ত হয়ে বলেন, এই কান্ডে বোলারদের অজুহাতের সুযোগ নেই ।কারণ এটা পুরোপুরি বোলারদের নিয়ন্ত্রণে থাকে।