• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬
অ্যাডেলিড টেস্ট

অজি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ০৯:৪৬ পিএম
অজি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটাররা
মিচেল স্টার্কের উইকেট লাভ উদযাপন। ছবি: সংগৃহীত

প্রথম টেস্টে ভারত ২৯৫ রানের বিশাল ব্যবধানে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে যায়। পার্থ টেস্টের ঐ আবহ মনে হচ্ছে  অ্যাডেলিডে এই দ্বিতীয় টেস্টে নেই। কারণ, এখানে প্রথম দিনটা নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া দল। অজিরা প্রথমে বল হাতে ধসিয়ে দেয় ভারতের ব্যাটিংলাইন। 

প্রথম ইনিংসে ভারত মাত্র ১৮০ রানে অলআউট হয়ে যায়। অজি বোলারদের সামনে ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি রোহিত শর্মারা। জবাবে প্রথম দিনের খেলাশেষে ১ উইকেটে ৮৬ রান করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া পিছিয়ে আছে মাত্র ৯৪ রানে। 

গোলাপি বলের টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অজি বোলারদের সামনে দিশেহারা হয়ে পড়ে ভারতের ব্যাটাররা। নীতীশ কুমার রেড্ডি ৪২, লোকেশ রাহুল ৩৭, শুভমান গিল ৩১, অশ্বীন ২২, রিশভ পান্ত ২১ রান করেন। অধিনায়ক রোহিত শর্মা ৩ এবং বিরাট কোহলি ৭ রান করে আউট হন। 

অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৪৮ রানে ৬টি উইকেট লাভ করেন। আর অধিনায়ক প্যাট কামিন্স ও  স্কট বোল্যান্ড ২টি করে উইকেট পান। 

এরপর অস্ট্রেলিয়ার একমাত্র উইকেটের পতন ঘটে দলীয় ২৪ রানের সময়। বুমরাহ‍‍’র বলে উসমান খাওয়াজা আউট হন ১৩ রান করে। ম্যাকসুইনে ৩৮ ও লাবুশেন ২০ রানে অপরাজিত আছেন।

Link copied!