• ঢাকা
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২ কার্তিক ১৪৩১, ১৪ রবিউস সানি ১৪৪৬
নারী এশিয়া কাপ

ফাইনালে ভারতের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ১০:১৪ এএম
ফাইনালে ভারতের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা
ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌর ও শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ছবি : সংগৃহীত

এবারের নারী এশিয়া কাপ ক্রিকেটের আর  একটি মাত্র ম্যাচ বাকি। রোববার ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই আসর। সেখানে মুখোমুখি হবে ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কা। ডাম্বুলা স্টেডিয়ামে শিরোপা লড়াই অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৩টায়।

নাটকীয়তায় ভরপুর শুক্রবারের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত হাসি ফুটেছে শ্রীলঙ্কার মেয়েদের মুখেই। পাকিস্তানকে তারা হারিয়েছে ৩ উইকেটে। সেমিফাইনালে পাকিস্তানের ৪ উইকেটে ১৪০ রানের জবাবে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৪১ রান করে।  

এর আগে শুক্রবার প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে যায় ভারত।

নারী এশিয়া কাপের ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের আগের মোট ৮টি আসরে ভারত ৭ বার এবং বাংলাদেশ ১ বার শিরোপা জিতেছে। এবারও ভারত ফেভারিট হিসেবেই ফাইনালে উঠেছে।  

Link copied!