• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ০২:৫২ পিএম
দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে ভারত

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত। টস জিতে ভারতের অধিনায়ক লোকেশ রাহুল ব্যাট করার সিদ্ধান্ত নেন।

২৬ ওভারে  ৩ উইকেটে ৮৫ রান নিয়ে প্রথম দিনের প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।  পুজারা ১২ ও রিশভ ২৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশন শুরু করেন।

প্রথম সেশনের ব্যর্থতার পর দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে ভারত। এই সেশনে বাংলাদেশ তুলতে পেরেছে মাত্র ১ উইকেট। অন্যদিকে, ভারত যোগ করেছে ৯৩ রান।

দলীয় ১১২ রানে রিশভ পান্থকে হারায় ভারত। মেহেদি হাসান মিরাজের বলে ৪৫ বলে ৪৬ রান করে ফেরেন তিনি। ভয়ংকর হয়ে ওঠার আগেই তার প্যাভিলিয়নের পথ নিশ্চিত করেন অলরাউন্ডার মিরাজ। তবে চেতেশ্বর পুজারা ফিফটি তুলে নিয়েছেন। শ্রেয়াস আইয়ারও আছেন ফিফটির পথে। দ্বিতীয় সেশন শেষে ৫৮ ওভারে ১৭৮ রান নিয়ে বিরতিতে যায় ভারত।

Link copied!