• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত ঘূর্ণি পিচ বানিয়ে নিজেরাই ফাঁদে পড়েছে: মদন লাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৪:৩৪ পিএম
ভারত ঘূর্ণি পিচ বানিয়ে নিজেরাই ফাঁদে পড়েছে: মদন লাল
ভারতের সাবেক বিশ্বকাপজয়ী তারকা মদন লাল। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের কাছে সিরিজের দ্বিতীয় টেস্টে হারের জন্য পুণের বাইশগজকে দোষারোপ করা শুরু হয়েছে। এক্ষেত্রে ভারতের খারাপ ব্যাটিংকে তো বটেই, এমনটি পিচের চরিত্রকেও হারের কারণ হিসেবে বর্ণনা করলেন সাবেক বিশ্বকাপজয়ী তারকা মদন লাল।

প্রথমত, পুণে টেস্টে হারের জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টকেই দায়ি করেন মদন লাল। তার দাবি, ভারতের হাতে শক্তিশালী ব্যাটিং রয়েছে। ভারতের পেস বোলিংও অত্যন্ত শক্তিশালী। তার উপর ভারচের স্পিন বিভাগ বিশ্বসেরা। এমন ক্ষেত্রে ভারত যদি স্পোর্টিং পিচে টেস্ট খেলতে নামত, সেক্ষেত্রে অনায়াসে জয় তুলে নিতে পারত। ঘূর্ণি পিচে টেস্ট খেলতে গিয়েই বিপাকে পড়েছে দলটি।

মদন লালের কথায়, ‘দোষ আমাদেরই। এমন পিচ তৈরির কোনও যৌক্তিকতা নেই। আমি জানি না কে এমন পিচ তৈরি করতে বলেছিল! এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল নাকি অন্য কারও?’

সাবেক তারকা এরপরই বলেন, ‘শক্তিশালী পেস আক্রমণ-সহ তোমার হাতে একটা সলিড টিম রয়েছে। সেরা স্পিন আক্রমণ রয়েছে। তার পরও এধরণের পিচ বানিয়ে নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে দল। ভালো পিচে খেলা হলে আমরা নিশ্চিত জিততাম।’

ভারতের টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিকেও আঙুল তুলছেন মদন লাল। তিনি বলেন, ‘তাছাড়া ভালো ব্যাটিং করতে না পারাও আমাদের হারের অন্যতম কারণ। আমাদের টপ অর্ডার ভালো খেলতে পারেনি। যখনই আমাদের প্রথম ৫-৬ জন ব্যাটার ভালো খেলে, আমরা টেস্ট ম্যাচ জিতি। ঘরের মাঠে পরিস্থিতি আমাদের অনুকূল বলে বোলিং বিকল্প সর্বদাই আমাদের হাতে থাকে। তরুণ যশস্বী ভালো ব্যাট করছে। জাদেজাও অবদান রাখছে। তবে দু-একজনের ব্যাটে ভর করে টেস্ট জেতা যায় না।’

উল্লেখ্য, ভারত বেঙ্গালুরু টেস্টের পরে পুণে টেস্টেও নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়। বেঙ্গালুরু টেস্টে ভারতকে ৮ উইকেটে পরাজিত করে সিরিজে ১-০ লিড নেয় নিউজিল্যান্ড। পুণে টেস্টে ভারতকে ১১৩ রানে হারিয়ে ব্যবধান বাড়িয়ে ২-০ করে কিউইরা। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই ৩ ম্যাচের টেস্ট সিরিজ জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

ভারতের মাটিতে এই প্রথমবার টেস্ট সিরিজ জেতে তারা। ১৯৫৫ সালে থেকে এদেশে মোট ১৩টি টেস্ট সিরিজ খেলে কিউইরা। এর আগে কখনও সিরিজ জিতে দেশে ফিরতে পারেনি তারা।

 

Link copied!