টানা দুই টেস্টে হারের মুখে ভারত। বেঙ্গালুরুতে প্রথম ক্রিকেট টেস্টে ৮ উইকেটের লজ্জাজনক পরাজয়ের পর এবার পুনেতে দ্বিতীয় টেস্টেও ব্যাটে-বলে খুব নাজুক অবস্থায় রয়েছে স্বাগতিক ভারত। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ২৫৯ রানের জবাবে ভারত মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে। শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষে সফরকারীরা ৫ উইকেটে ১৯৮ রান তুলেছে। ফলে তারা ৩০১ রানে এগিয়ে থেকে বড় লিডের পথে রয়েছে। ভারতের ইনিংসে ধস নামান কিউই স্পিনার সান্টনার। তিনি একাই নিয়েছেন ৭টি উইকেট। ভারতের ইনিংসে জাদেজা ৩৮, জসওয়াল ও রিশভ পান্ত ৩০ করে রান করেন। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান সরফরাজ খান ১১ রান করে আউট হন। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অধিনায়ক টম লাথাম ৮৬ রান করেন। তার অসাধারণ ব্যাটিং নৈপূন্যেই কিউইরা বড় ব্যবধানে এগিয়ে যাচ্ছে। এছাড়া,টম ব্লান্ডেল ৩০ রানে অপরাজিত আছেন। ভারতের ওয়াশিংটন সুন্দর ৪টি উইকেট লাভ করেন। এই টেস্টে ভারত হেরে গেলে বা ড্র করলে আর সিরিজ লাভ করতে পারবে না। এতে করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠা ভারতের জন্য আরও কঠিণ হয়ে পড়বে। এখন পর্যন্ত ভারত পয়েন্টের শতাংশের হিসেবে শীর্ষে রয়েছে। যেখানে চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড। এই টেস্টে জিতলে নিউজিল্যান্ড আরও ভালো পজিশনে চলে যাবে। আর ভারতের শতাংশ কমে যাবে।