• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১ কার্তিক ১৪৩১, ১৩ রবিউস সানি ১৪৪৬

টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন স্কোরের দেখা পেল ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০২:৪৫ পিএম
টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন স্কোরের দেখা পেল ভারত
রোহিত শর্মা ২ রান করলেও শূন্যতেই ফিরে যান বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরুতে প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর বৃহস্পতিবার দ্বিতীয় দিন খেলতে নেমেই একের পর এক উইকেট হারায় তারা।  মারাত্মক বিপর্যয়ে পড়ে মাত্র ৪৬ রানে অলআউট হলো স্বাগতিকরা।

এই ৪৬ রান টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানের তালিকায় ১৮তম। আর ভারতের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন রান।

অবশ্য ভারত এর আগে ২০২০ সালের ১৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন স্কোর ৩৬ রান করেছিল। তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ৪২ রান এসেছিল ১৯৭৪ সালের ২০ জুন ইংল্যান্ডের বিপক্ষে।  ভারতের চতুর্থ সর্বনিম্ন ৫৮ রান এসেছিল ১৯৫২ সালের ১৭ জুলাই ইংল্যান্ডের সঙ্গে ম্যানচেস্টার টেস্টে। তাদের সর্বনিম্ন পঞ্চম টেস্ট স্কোর ছিল ৬৬ রান ১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ভারতের সর্বনিম্ন ষষ্ঠ টেস্ট স্কোর ৬৭ রান  ১৯৪৮ সালের ৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সঙ্গে। ৭৫ রান ভারতের সপ্তম সর্বনিম্ন টেস্ট স্কোর। যা তারা করেছিল ১৯৮৭ সালের ২৫ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারতের সর্বনিম্ন অষ্টম টেস্ট স্কোর ৭৬ রান ২০০৮ সালের ৩ এপ্রিল দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ভারতের নবম সর্বনিম্ন স্কোর ৭৮ রান ২০২১ নালের ২৫ আগস্ট ইংল্যান্ডর বিপক্ষে।

 

Link copied!