• ঢাকা
  • শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
চ্যাম্পিয়ন্স ট্রফি

পাকিস্তান সফর নিয়ে ভারত ইতিবাচক: ওয়াসিম আকরাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৩:৪১ পিএম
পাকিস্তান সফর নিয়ে ভারত ইতিবাচক: ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম। ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলের পাকিস্তানে যাওয়া অনিশ্চিত। তবে এ বিষয়ে ভারত সরকার ও দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই ইতিবাচক চিন্তা করছে বলে মনে করছেন ওয়াসিম আকরাম। সাবেক এই গ্রেট পেসারের বিশ্বাস, পাকিস্তানে ভারতীয় ক্রিকেটারদের খুব ভালোভাবে দেখাশোনা করা হবে।

২০০৮ সালের পর থেকে পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ভারত। গত এশিয়া কাপ পাকিস্তানে হলেও সেখানে খেলতে যায়নি দলটি। পরে বাধ্য হয়ে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন করতে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়। অথচ, গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছে পাকিস্তান।

আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ অনুষ্ঠেয় টুর্নামেন্টের পুরোটা পাকিস্তানেই আয়োজন করতে চায় পিসিবি। ভারতের সব ম্যাচ লাহোরে আয়োজনের প্রস্তাবও দিয়েছে তারা; যা ভারতীয় সীমান্তের নিকটবর্তী এবং লজিস্টিক ও নিরাপত্তা বিষয়ক জটিলতা সেখানে কিছুটা কম হবে।

পিসিবি আরও জানিয়েছে, ভারতীয় সমর্থকদের ১৭ হাজার ভিসা দেওয়া হবে। টুর্নামেন্টের ফাইনালও হবে লাহোরে। আর যদি ভারত সেমিফাইনাল খেলে, সেই ম্যাচও হবে লাহোরে।

পাকিস্তানে খেলতে যাবে কিনা ভারত, এখনও তা নিশ্চিত নয়। তবে ওয়াসিম আকরাম বলেন, ‘আমি যেসব খবর পড়ছি, তাতে ভারত সরকার ও বিসিসিআইয়ের পক্ষ থেকে ইতিবাচক ভাবনা পাচ্ছি। আমি এটাও পড়েছি যে, তারা সম্ভবত তাদের সব ম্যাচ লাহোরে খেলবে। তারা সম্ভবত লাহোরে আসবে এবং ওই রাতেই (ফিরে যাবে)। এতে ভারত স্বচ্ছন্দে থাকলে, আমি এই পরিকল্পনার পক্ষে।’

তিনি বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিতে পারি, তাদের খুব ভালো দেখাশোনা করা হবে। বিরাট কোহলি, রোহিত শার্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবের মতো ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানে ভক্ত আছে। তরুণ ক্রিকেটপ্রেমীরা তাদের ভালোবাসেন।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক আকরাম বলেন, ‘বর্তমান যুগে মানুষে-মানুষে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে, বিশ্বজুড়ে এত নেতিবাচকতা, অপ্রয়োজনীয় সব নেতিবাচকতা চলছে। আমার মতে, ভারত যদি (পাকিস্তানে) আসে তবে এটি ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার হবে এবং অবশ্যই এটি পাকিস্তানের জন্যও দুর্দান্ত হবে।’

 

Link copied!