• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
বাংলাদেশের বিপক্ষে

শুরুতেই ৪ উইকেট হারিয়ে চাপে ভারত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৩, ০৩:০৩ পিএম
শুরুতেই ৪ উইকেট হারিয়ে চাপে ভারত

প্রায় ১১ বছর পর হোম অব গ্রাউন্ড মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে পরাজয়ের স্বাদ নিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর পরের ম্যাচেই পাওয়ার প্লেতেই দাপট দেখিয়ে ভারতের টপ-অর্ডারের তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ দল। পাওয়ার প্লের পরও দাপট বজায় রেখে ১০ ওভারের মধ্যেই চার উইকেট তুলে নিয়ে ভারতীয়দের চাপে রেখেছে লাল-সবুজেরা।

ম্যাচের শুরুতেই স্বাগতিকদের ওপর চাপ সৃষ্টি করে ভারতীয়রা। তবে ইনিংসের পঞ্চম ওভারে স্মৃতি মান্ধানার উইকেটে হারায় ভারত। ব্যক্তিগত ১৩ রানে ফিরেন এই ওপেনার। এরপরই ক্রিজে নেমেই ফিরেন যান ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত। গোল্ডেন ডাক উপহার দিয়েই ফিরেন তিনি। তাকে ফিরিয়ে জোড়া উইকেট তুলে নেন সুলতানা।

ভারতীয় অধিনায়কের আউট হওয়ার আগের বলেই ফিরেন তিনে নামা জেমিমাহ রদ্রিগেজ। টাইমিং না করেই শট নেওয়ার চেষ্টা করেছিলেন এই ব্যাটার। অফ-সাইডের দিকে বলটি আলতো করে খেলতে চেয়েছিলেন তিনি। মিড-অফের দিকে ঠেলে দেওয়া সেই বলটি হেড-হাই ক্যাচ নেন শোবানা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় দলের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেটে ৫১ রান।

Link copied!