ট্রাভিস হেডের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ১৫৭ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত পড়েছে ব্যাটিং বিপর্যয়ে। অজি পেসারদের তোপে শনিবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলাশেষে পাঁচ উইকেটে ১২৮ রান তুলেছেন রিশাভ পান্টরা।
এরআগে, ভারত প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানে অলআউট হয়। আর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৩৭ রান করে। ২৯ রানে পিছিয়ে থেকে অ্যাডিলেডে দিবারাত্রির এই টেস্টে রোববার তৃতীয় দিনের খেলা শুরু করবে ভারত। বলা যায় হারের প্রহর গুনছে সফরকারী ভারত।
দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ভারতকে চেপে ধরেন অজি পেসাররা। ভারতের দলীয় ১২ রানে প্রথম আঘাতটা হানেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। লোকেশ রাহুল তার বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন। আগের ইনিংসে ‘গোল্ডেন ডাক’ করেছিলেন যশস্বী জসওয়াল। এবার ২৪ রান করেছেন এই বাঁহাতি ওপেনার। তবে ইনিংস আর বেশি দূরে টেনে নিতে পারেননি তিনি, স্কট বোল্যান্ডের বলে ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
বিরাট কোহলি আরো একবার ব্যর্থ ব্যাট হাতে। অফ স্টাম্প করিডোরের বাইরের বলে এই ইনিংসেও ফিরলেন তিনি। বোল্যান্ডের বাইরে করা বলগুলো ছেড়ে ছেড়ে খেললেও শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি। ২১ বল খেলে ১১ রান করে উইকেটকিপার ক্যারির হাতেই ধরা পড়েন এই ডানহাতি ব্যাটার।
পেসারদের বেশ স্বচ্ছন্দে খেলতে থাকা শুবমান গিলের ছন্দপতন হয় স্টার্কের বলে। স্টার্কের গুড লেংথের ভেতরে ঢোকা বলে বোল্ড হন এই ডানহাতি। ৩০ বলে ২৮ রান করেন তিনি। তবে ব্যতিক্রম কেবল রিশভ পান্ত। উইকেটে এসেই রানের খাতা খুলেছেন স্টাম্প ছেড়ে বেরিয়ে এসে চার মেরে। বোল্যান্ডের গুড লেংথের বল লাফিয়ে উঠে খেলেছেন অদ্ভুত এক রিভার্স সুইপ। ২৫ বলে ২৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন এই বাঁহাতি। নিতিশ রেড্ডি দিনের খেলা শেষ করেছেন চার মেরে।
এর আগে অধিনায়ক রোহিত শর্মা বোল্ড হয়েছেন ব্যক্তিগত পাঁচ রানে, কামিন্সের দুর্দান্ত এক বলে।
কামিন্স ও বোল্যান্ড নেন দুটি করে উইকেট নিয়েছেন। আর এক উইকেট নিয়েছেন স্টার্ক।
প্রথম টেস্টে ২৯৫ রানে জিতে পাঁচ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।