• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

হারের মুখে ভারত, লজ্জার রেকর্ড কোহলির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৪:১৮ পিএম
হারের মুখে ভারত, লজ্জার রেকর্ড কোহলির
বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

অঘটন না ঘটলে এক যুগ পর ফের ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের মুখে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় দিনের চা পানের বিরতিতে ভারতীয় ব্যাটিংয়ের যা অবস্থা, তাতে এই ম্যাচে জয় পাওয়া বেশ কঠিন বলেই মনে হচ্ছে ভারতের। বলা ভালো, হারই হয়ত ভাগ্যে অপেক্ষা করছে ভারতের। যশস্বী জসওয়াল ছাড়া বাকি ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ, আর তাতেই ভারত লজ্জাজনকভাবেই সিরিজ হারের মুখে।

স্পিনারদের খেলার ক্ষেত্রে বিরাট কোহলির যে সমস্যা, সেটাই বহাল থাকল আরও একবার। সেই সঙ্গে আবারও স্পিনারদের বলেই এলবিডব্লিউ হলেন কোহলি। এটাই প্রথমবার নয়, চলতি বছরে টেস্টে বেশ কয়েকবারই আধুনিক ক্রিকেটের সব চেয়ে সফল ব্যাটারকে স্পিন খেলার ক্ষেত্রে সমস্যায় পড়তে দেখা গেছে, হয়েছেন বারবার এলবিডব্লিউ আউটও।

রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা চেন্নাইতে ঐতিহাসিক ইনিংস খেলে সেযাত্রায় ভারতকে বাঁচিয়ে দিয়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে তারাই লড়লেন, কিন্তু দুই স্পিনার আদৌ কিউই স্পিনারদের ভেল্কি পেরিয়ে ভারতের হয়ে অবিশ্বাস্য কামব্যাক লিখতে পারলেন না। ব্যক্তিগত ১৮ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন। তাকেও আউট করলেন সেই স্যান্টনার।

প্রথম ইনিংসে পুণে টেস্টে স্পিনারের বলে শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন কোহলি। দ্বিতীয় টেস্ট ১৭ রানের মাথায় সেই মিচেল স্যান্টনারের বলেই এলবিডব্লিউ হয়ে আউট হলেন কোহলি। এই নিয়ে দেশের মাটিতে ২৫বার এলবিডব্লিউ হয়ে আউটের নজির গড়লেন বিরাট কোহলি। ভারতের মাটিতে এলবিডব্লিউ হয়ে আউটের নিরিখে বিরাটের পিছনেই রয়েছেন শচীন টেন্ডুলকার। শচীন আউট হয়েছে ২৩বার। তবে খেলেছেন বিরাটের থেকে বেশি ইনিংস।

 

Link copied!